Ajker Patrika

স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

প্রতিনিধি, বরিশাল
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২০: ০৩
স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজ শুরু করলেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। বরিশাল সদরের জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ আজাদী এই সংস্কার কাজ শুরু করেন।

গত বুধবার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আস্থাকাঠী মাদ্রাসা থেকে হাজি বাড়ির পুল পর্যন্ত দেড় কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু হয়।

গত ২১ জুনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী হেদায়েত উল্লাহ আজাদী নির্বাচিত হন। ভোটের এক সপ্তাহ আগে তিনি হামলার শিকার হলে ইউপি নির্বাচনের পরিবেশ পাল্টে যায়।

সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ইসলামী যুব আন্দোলন জাগুয়া ইউনিয়নের সভাপতি ও স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, গত বুধবার নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন চেয়ারম্যান। ইট বিছিয়ে সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে। সংস্কারে ব্যয় হচ্ছে প্রায় ৫০ হাজার টাকা। এতে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন ২৫ জন স্বেচ্ছাসেবক। 
স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করা স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, ‘এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে। তিন চাকার যানবাহন, মোটরসাইকেলও নিয়মিত চলাচল করে। কিন্তু সড়কটি বেহাল হয়ে যায়। নবনির্বাচিত চেয়ারম্যান এ অবস্থা দেখে নিজস্ব অর্থায়নে কাজ শুরু করেছেন।’

জাগুয়া ইউপি চেয়ারম্যান হেদায়েত উল্লাহ বলেন, ‘রাস্তাটি খুবই খারাপ অবস্থায় ছিল। নির্বাচনের আগেই রাস্তাটি মেরামত করার ইচ্ছা ছিল। কিন্তু নির্বাচনী জটিলতার কারণে কাজ শুরু করতে দেরি হলো। এই কাজে স্থানীয়রা আমাকে সহায়তা করছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত