Ajker Patrika

কুয়াকাটা সৈকতে মিলেছে মৃত ‘ইয়েলো বিল্ড সী স্নেক’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটা সৈকতে মিলেছে মৃত ‘ইয়েলো বিল্ড সী স্নেক’

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে মৃত বিষধর ‘ইয়েলো বিল্ড সী স্নেকের’ দেখা মিলেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এটি দেখতে পান স্থানীয়রা। এর আগে গত মাসের ১০ জুন সৈকতে একটি জীবিত ইয়েলো বিল্ড সী স্নেক ভেসে আসে। 

বিষধর সাপটি দেখার পর কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। এ সময় কমিটির সদস্য আবুল হোসেন রাজু আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে এ সাপটি জীবিত অবস্থায় ভেসে এসেছে। তবে ঠিক কী কারণে এটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। সাপটির দৈর্ঘ্য ১ ফুট। 

এ বিষয়ে ওয়ার্ল্ডফিস ইকোফিস-২ অ্যাক্টিভিটি প্রকল্পের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গোটা বিশ্বের স্থল ও সমুদ্রভাগের সকল সাপের মধ্যে এটি ৪র্থ তম বিষধর সাপ। এ সাপ সচরাচর দেখা যায় না। সাপটি সংরক্ষণের চেষ্টা চলছে। 

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, সাপটি অনেক বিষধর হওয়ায় এটিকে মাটিচাপা দিতে বলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত