Ajker Patrika

বাউফলে বয়স্ক ভাতায় নাম তোলার কথা বলে জমি লিখে নেওয়ার অভিযোগ

আপডেট : ১০ মার্চ ২০২৩, ২০: ৫৬
বাউফলে বয়স্ক ভাতায় নাম তোলার কথা বলে জমি লিখে নেওয়ার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে বয়স্ক ভাতা দেওয়ার কথা বলে এক বৃদ্ধার জমি লিখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে তাঁরই ভাতিজাদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিস বৈঠক হলেও এর সমাধান না হওয়ায় ওই নারী গতকাল বৃহস্পতিবার বাউফল থানায় অভিযোগ জানিয়েছেন। ভুক্তভোগী রওশন বেগম উপজেলার কেশবপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের মৃত মোসলেম ফকিরের স্ত্রী।

রওশন বেগম বলেন, ‘আমার মামাতো ভাই ফজলে আলী হাওলাদারের ছেলে শহিদ, মোসলেম এবং আরেক মামাতো ভাই সিদ্দিক হাওলাদারের ছেলে মো. মামুন হোসেন আমাকে বয়স্ক ভাতায় নাম দেওয়ার কথা বলে বাউফলে এক অফিসে নিয়ে যায়। সেখানে আমাকে একটা কাগজে টিপসই দিতে বলে। আমি না বুঝে টিপসই দেই। পরে তারা আমাকে ২৫ হাজার টাকা দেয়।’

রওশনের ছেলে মো. হুমায়ন কবির (৪৫) বলেন, ‘আমার মা অত্যন্ত সহজ-সরল মানুষ। তাঁকে বয়স্ক ভাতায় নাম দেওয়ার কথা বলে প্রতারণা করে বাউফল সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে শহিদুল ইসলাম, মোসলেম ও মামুন প্রত্যেকে ৪.৭৬ শতাংশ করে ১৪.২৯ শতাংশ জমি দলিল করে লিখে নেয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। প্রায় আড়াই মাস পর বিষয়টি জানতে পারি। এরপর তাদের কাছে জানতে চাইলে তারা বলে স্থানীয়ভাবে বসে এর একটা সমাধান করবে।’

হুমায়ন কবির আরও বলেন, ‘গত রোববার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা ১ লাখ ৪০ হাজার টাকা দেবে বলে জানায়। কিন্তু দুই দিন পার হলেও তারা কোনো টাকা দেয়নি। এখন টাকা চাইলে তারা বলে, কোনো টাকা দেওয়া হবে না। জমি নাকি তারা কিনে নিয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে মো. শহিদুল ইসলাম, মো. মোসলেম ও মামুন হোসেন বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা। রওশন বেগম স্বেচ্ছায় আমাদের জমি লিখে দিয়েছেন।’ সালিস বৈঠকে টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন কি না জানতে চাইলে তাঁরা কোনো জবাব দেননি।

এ বিষয়ে বাউফল সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমা বলেন, ‘দলিল রেজিস্ট্রি করার আগে আমি জমিদাতা নারীর কাছে একাধিকবার জানতে চাই তিনি স্বেচ্ছায় জমি দিচ্ছেন কি না। তারপরও প্রতারণার ঘটনা ঘটে থাকলে দলিল বাতিলের জন্য ভুক্তভোগী আদালতে মামলা করতে পারেন।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত