Ajker Patrika

বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ১০

বরিশাল ও উজিরপুর প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২২, ১০: ১৪
বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ১০

বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও বাকি আটজন পুরুষ। শিশুটির নাম অনিক (১০)। এখনো বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। 

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, যমুনা পরিবহনের বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথে বামরাইলে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

গাছের সঙ্গে ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া যমুনা পরিবহনের বাসউজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, আমাদের দুটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। গাছের মধ্যে বাসটি ঢুকে গেছে। বাসের বিভিন্ন অংশ কেটে যাত্রীদের মরদেহ উদ্ধার করতে হচ্ছে বলেও জানান তিনি।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক প্রণব রায় শুভ জানান, এ দুর্ঘটনায় ছয় জনের চিকিৎসা চলছে। বা‌কিদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবা‌চিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত