Ajker Patrika

বরিশালে নারীকে ছুরিকাঘাতের ঘটনায় ১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২০: ১৭
বরিশালে নারীকে ছুরিকাঘাতের ঘটনায় ১ জন গ্রেপ্তার

বরিশালের মেহেন্দীগঞ্জ গয়না ছিনিয়ে নিতে নারীকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম তানজিল হোসেন ওরফে মোহাম্মদ আলী (২১)। তিনি উপজেলার আম্বিকাপুর এলাকার বাসিন্দা। 

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, হামলার ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে হামলায় আহত আম্বিকাপুর এলাকার বাসিন্দা খালেক নায়েবের স্ত্রী কুলসুম বেগম (৫৫) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। 

আহতের স্বজনেরা জানান, গত ৩০ মার্চ রাত ৯টার দিকে ঘটনার সময় বাড়ির সবাই তারাবির নামাজ পড়ছিল। এ সময় গ্রেপ্তার ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে হাতে ধারালো ছুরি নিয়ে খালেক নায়েবের ঘরে প্রবেশ করে। 

ওই সময় খালেক নায়েবের স্ত্রী কুলসুম বেগম অজু করার জন্য বাথরুমে যাচ্ছিলেন। এ সময় তিনি তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে কুলসুম বেগমের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যান।

আহতের ছেলে কবির নায়েব বলেন, ‘ঘটনার পর মুমূর্ষু অবস্থায় আমার মাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক। যেখানে আসার পর পেটের ছুরি বের করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত