মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে রাতের আঁধারে ফসলি জমি থেকে মাটি কেটে স্থানীয় বিএনপি কর্মীরা বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া ও ভেদুরিয়া গ্রামের মাঝে ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ায় ধীরে ধীরে খালের সৃষ্টি হচ্ছে। এতে ঝুঁকির মুখে পড়েছে প্রায় ২০ একর ফসলি জমি। চরমালিয়া গ্রামের কামাল সিকদার ও কাঞ্চন সিকদারের নেতৃত্বে সাত-আটজন বিএনপি নেতা-কর্মী ফসলি জমি নষ্ট করে মাটি কেটে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন জমির মালিকেরা। এ ব্যাপারে স্থানীয় কৃষক ও জমির মালিকেরা ফসলি জমি রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করলে এখন দিনের বদলে রাতের আঁধারে মাটি কেটে নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সফিপুর ইউনিয়নের চরমালিয়া ও ভেদুরিয়া বিলের বেশির ভাগ জমিতে আমন, বোরো ধান, পাট, সরিষাসহ দুই-তিনটি ফসল হয়। কয়েক মাস আগে ওই গ্রামের কাঞ্চন সিকদার ও কামাল সিকদারের নেতৃত্বে এলাকার কয়েকজন বিএনপি কর্মী ‘কোপা ড্রেজার’ ব্যবসা শুরু করেন। তাঁরা ওই ড্রেজার দিয়ে জোরপূর্বক ফসলি জমির মাটি নিয়ে এলাকার ডোবা ও নিচু জমি ভরাটের ব্যবসা করছেন। এসব ব্যবসায়ী ডোবা ভরাটের জন্য টাকা নিলেও জমির মালিকদের কোনো টাকা-পয়সা দেন না। রাতের আঁধারে মাটি কেটে নেওয়ায় মালিকেরা জমি রক্ষা করতে পারছেন না।
চরমালিয়া গ্রামের বাসিন্দা নান্নু আকন জানান, জমির মালিকদের না জানিয়ে বিএনপি কর্মীরা ডোবা, পুকুর, নিচু এলাকা ভরাটের জন্য ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ায় সেখানে পুকুর তৈরি হয়েছিল। অব্যবহৃত মাটি নেওয়ায় বর্তমানে খাল তৈরি হচ্ছে। এতে অনেক ফসলি জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। এভাবে মাটি কেটে নিতে থাকলে দুই গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।
ভেদুরিয়া গ্রামের জমির মালিক মোতালেব হোসেন সরদার অভিযোগ করেন, ফসলি জমি রক্ষার জন্য ইউএনওর কাছে আবেদনের পর বিএনপির লোকজন প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে ড্রেজার দিয়ে মাটি কাটছেন। তাঁদের কিছু বললে এলাকাছাড়া করার হুমকি দিচ্ছেন।
সফিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মো. হান্নান চৌকিদার বলেন, আওয়ামী লীগের আমলে যুবলীগের সদস্য সেলিম মল্লিক ড্রেজারটি দিয়ে ফসলি জমির মাটি কেটে ব্যবসা করতেন। এখন ইউনিয়ন বিএনপির কর্মী কাঞ্চন সিকদার ড্রেজারটি কিনে নিয়েছেন। তিনি কামাল সিকদার, রশিদ সিকদারসহ এলাকার বিএনপির লোকজন নিয়ে মাটি ভরাটের ব্যবসা করছেন। তাঁদের বাধা দিয়েও ফসলি জমি রক্ষা করা যাচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে কাঞ্চন সিকদার নিজেকে ইউনিয়ন বিএনপি কর্মী পরিচয় দিয়ে বলেন, বিগত দিনে আওয়ামী লীগের লোকেরা ওই বিল থেকে মাটি কেটে ব্যবসা করতেন, তখন কেউ প্রতিবাদ করেননি। বর্তমানে বিএনপির লোকজন ব্যবসা করবেন, এতে বাধা দেওয়ার কিছু নেই। জমির মালিকদের অনুমতি ছাড়া মাটি কেটে বিক্রি করা হয় না।
ইউএনও মো. নিজাম উদ্দিন জানান, ফসলি জমি রক্ষায় স্থানীয় বাসিন্দাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ পাঠিয়ে ড্রেজার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আবার রাতের আঁধারে মাটি কাটার বিষয়ে স্থানীয় কৃষক ও জমির মালিকেরা অভিযোগ করেছেন। রাতে অভিযান চালিয়ে ড্রেজার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের মুলাদীতে রাতের আঁধারে ফসলি জমি থেকে মাটি কেটে স্থানীয় বিএনপি কর্মীরা বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া ও ভেদুরিয়া গ্রামের মাঝে ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ায় ধীরে ধীরে খালের সৃষ্টি হচ্ছে। এতে ঝুঁকির মুখে পড়েছে প্রায় ২০ একর ফসলি জমি। চরমালিয়া গ্রামের কামাল সিকদার ও কাঞ্চন সিকদারের নেতৃত্বে সাত-আটজন বিএনপি নেতা-কর্মী ফসলি জমি নষ্ট করে মাটি কেটে নিচ্ছেন বলে অভিযোগ করেছেন জমির মালিকেরা। এ ব্যাপারে স্থানীয় কৃষক ও জমির মালিকেরা ফসলি জমি রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করলে এখন দিনের বদলে রাতের আঁধারে মাটি কেটে নেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সফিপুর ইউনিয়নের চরমালিয়া ও ভেদুরিয়া বিলের বেশির ভাগ জমিতে আমন, বোরো ধান, পাট, সরিষাসহ দুই-তিনটি ফসল হয়। কয়েক মাস আগে ওই গ্রামের কাঞ্চন সিকদার ও কামাল সিকদারের নেতৃত্বে এলাকার কয়েকজন বিএনপি কর্মী ‘কোপা ড্রেজার’ ব্যবসা শুরু করেন। তাঁরা ওই ড্রেজার দিয়ে জোরপূর্বক ফসলি জমির মাটি নিয়ে এলাকার ডোবা ও নিচু জমি ভরাটের ব্যবসা করছেন। এসব ব্যবসায়ী ডোবা ভরাটের জন্য টাকা নিলেও জমির মালিকদের কোনো টাকা-পয়সা দেন না। রাতের আঁধারে মাটি কেটে নেওয়ায় মালিকেরা জমি রক্ষা করতে পারছেন না।
চরমালিয়া গ্রামের বাসিন্দা নান্নু আকন জানান, জমির মালিকদের না জানিয়ে বিএনপি কর্মীরা ডোবা, পুকুর, নিচু এলাকা ভরাটের জন্য ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ায় সেখানে পুকুর তৈরি হয়েছিল। অব্যবহৃত মাটি নেওয়ায় বর্তমানে খাল তৈরি হচ্ছে। এতে অনেক ফসলি জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। এভাবে মাটি কেটে নিতে থাকলে দুই গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।
ভেদুরিয়া গ্রামের জমির মালিক মোতালেব হোসেন সরদার অভিযোগ করেন, ফসলি জমি রক্ষার জন্য ইউএনওর কাছে আবেদনের পর বিএনপির লোকজন প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে ড্রেজার দিয়ে মাটি কাটছেন। তাঁদের কিছু বললে এলাকাছাড়া করার হুমকি দিচ্ছেন।
সফিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মো. হান্নান চৌকিদার বলেন, আওয়ামী লীগের আমলে যুবলীগের সদস্য সেলিম মল্লিক ড্রেজারটি দিয়ে ফসলি জমির মাটি কেটে ব্যবসা করতেন। এখন ইউনিয়ন বিএনপির কর্মী কাঞ্চন সিকদার ড্রেজারটি কিনে নিয়েছেন। তিনি কামাল সিকদার, রশিদ সিকদারসহ এলাকার বিএনপির লোকজন নিয়ে মাটি ভরাটের ব্যবসা করছেন। তাঁদের বাধা দিয়েও ফসলি জমি রক্ষা করা যাচ্ছে না।
এ ব্যাপারে জানতে চাইলে কাঞ্চন সিকদার নিজেকে ইউনিয়ন বিএনপি কর্মী পরিচয় দিয়ে বলেন, বিগত দিনে আওয়ামী লীগের লোকেরা ওই বিল থেকে মাটি কেটে ব্যবসা করতেন, তখন কেউ প্রতিবাদ করেননি। বর্তমানে বিএনপির লোকজন ব্যবসা করবেন, এতে বাধা দেওয়ার কিছু নেই। জমির মালিকদের অনুমতি ছাড়া মাটি কেটে বিক্রি করা হয় না।
ইউএনও মো. নিজাম উদ্দিন জানান, ফসলি জমি রক্ষায় স্থানীয় বাসিন্দাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ পাঠিয়ে ড্রেজার বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আবার রাতের আঁধারে মাটি কাটার বিষয়ে স্থানীয় কৃষক ও জমির মালিকেরা অভিযোগ করেছেন। রাতে অভিযান চালিয়ে ড্রেজার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মহাখালীতে একটি পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ওসিসির ভারপ্রাপ্ত সমন্বয়ক ডা. তাইয়েবা সুলতানা জানান, গতরাতে শিশুটিকে ওসিসিতে ভর্তি করা হয়। শিশুটির শরীরে প্রাথমিকভাবে ধর্ষণের..
৬ মিনিট আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।’
৭ মিনিট আগেবঙ্গোপসাগরে বাংলাদেশে জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গত রোববার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া থেকে এ ট্রলার দুটি আটক করে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। পরে আটক ওই ট্রলার দুটি সোমবার রাত ১১টায় মোংলার দিগরাজের...
১ ঘণ্টা আগেদিনাজপুরের খানসামা উপজেলার মাড়গাঁও গ্রামের তফির মেম্বার পাড়ার দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ভুট্টা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
১ ঘণ্টা আগে