Ajker Patrika

কাফনের কাপড় পরে প্রচারণা চালানো আলাউদ্দিন সরদার বিজয়ী

ভোলা প্রতিনিধি
কাফনের কাপড় পরে প্রচারণা চালানো আলাউদ্দিন সরদার বিজয়ী

কাফনের কাপড় পরে ভোটের মাঠে প্রচারণা চালিয়েছিলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা আলাউদ্দিন সরদার। তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদারকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। 

জানা গেছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন সরদার চশমা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নাগর হাওলাদার পেয়েছেন ২ হাজার ৩৭০ ভোট। 

আলাউদ্দিন সরদার আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ভোটের মাঠে লড়াই করেন। তিনি বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন। পরে অবশ্য তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

এ ছাড়া কুতুবা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নাজমুল আহসান জোবায়েদ মিয়া, বড় মানিকা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত জসিম উদ্দিন হায়দার, হাসান নগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আবেদ চৌধুরী, কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুর রব কাজী, দেউলা ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) অ্যাডভোকেট এ কে এম আসাদুজ্জামান বাবুল ও টগবী ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

বোরহানউদ্দিন উপজেলার রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল্লাহ গতকাল রোববার রাতে তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত