ভোলা প্রতিনিধি
ভোলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির কাঁকড়া। এ কাঁকড়াটি দেখতে অনেকটা পান পাতা মাছের মতো। শক্ত পিঠের ওপরে চোখ, নিচের অংশে মুখ ও ছোট ছোট অনেক পা। পেছনে রয়েছে একটি সরু লেজ। এদিকে বিরল প্রজাতির এ কাঁকড়াটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।
গত বুধবার ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া গ্রামের ফারুক মাঝির জালে ধরা পরে এই কাঁকড়াটি।
ফারুক মাঝি বলেন, ‘প্রতিদিনের মতো ওই দিনও মাছ ধরতে মেঘনা নদীতে জাল ফেলি। নৌকায় জাল তোলার সময় বিরল প্রজাতির এই কাঁকড়াটি দেখতে পাই। পরে নৌকায় তুলে একটি পাত্রে পানি রেখে সেটার মধ্যে গত ছয় দিন ধরে রেখে দিই। এখনো সেটি জীবিত অবস্থায় আছে।’
ফারুক মাঝি আরও বলেন, ‘এ ধরনের কাঁকড়া এর আগে কখনো দেখেননি। লোক মুখে শুনেছি এই কাঁকড়ার দাম কয়েক লাখ টাকা। তাই অনেক টাকায় বিক্রির আশায় এখনো রেখে দিয়েছি। এ কাঁকড়াটির ওজন প্রায় ৩০০ গ্রাম।’
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ আজ সোমবার আজকের পত্রিকাকে বলেন, এই কাঁকড়াটি নাম লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালু বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বাস করে। ডাঙায় সচরাচর পাওয়া যায়। এগুলোর দাম নিয়ে লোক মুখে যা শোনা যায় সেগুলো গুজব। এর তেমন কোনো দাম নেই।
ভোলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির কাঁকড়া। এ কাঁকড়াটি দেখতে অনেকটা পান পাতা মাছের মতো। শক্ত পিঠের ওপরে চোখ, নিচের অংশে মুখ ও ছোট ছোট অনেক পা। পেছনে রয়েছে একটি সরু লেজ। এদিকে বিরল প্রজাতির এ কাঁকড়াটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।
গত বুধবার ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া গ্রামের ফারুক মাঝির জালে ধরা পরে এই কাঁকড়াটি।
ফারুক মাঝি বলেন, ‘প্রতিদিনের মতো ওই দিনও মাছ ধরতে মেঘনা নদীতে জাল ফেলি। নৌকায় জাল তোলার সময় বিরল প্রজাতির এই কাঁকড়াটি দেখতে পাই। পরে নৌকায় তুলে একটি পাত্রে পানি রেখে সেটার মধ্যে গত ছয় দিন ধরে রেখে দিই। এখনো সেটি জীবিত অবস্থায় আছে।’
ফারুক মাঝি আরও বলেন, ‘এ ধরনের কাঁকড়া এর আগে কখনো দেখেননি। লোক মুখে শুনেছি এই কাঁকড়ার দাম কয়েক লাখ টাকা। তাই অনেক টাকায় বিক্রির আশায় এখনো রেখে দিয়েছি। এ কাঁকড়াটির ওজন প্রায় ৩০০ গ্রাম।’
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ আজ সোমবার আজকের পত্রিকাকে বলেন, এই কাঁকড়াটি নাম লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালু বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বাস করে। ডাঙায় সচরাচর পাওয়া যায়। এগুলোর দাম নিয়ে লোক মুখে যা শোনা যায় সেগুলো গুজব। এর তেমন কোনো দাম নেই।
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চার নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের এক নেত্রী। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের হুমকি, অপহরণের চেষ্টা এবং হামলার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা
১১ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৬ ঘণ্টা আগে