Ajker Patrika

মেঘনায় জালে ধরা পড়ল বিরল প্রজাতির কাঁকড়া

ভোলা প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৩, ২১: ০৬
মেঘনায় জালে ধরা পড়ল বিরল প্রজাতির কাঁকড়া

ভোলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির কাঁকড়া। এ কাঁকড়াটি দেখতে অনেকটা পান পাতা মাছের মতো। শক্ত পিঠের ওপরে চোখ, নিচের অংশে মুখ ও ছোট ছোট অনেক পা। পেছনে রয়েছে একটি সরু লেজ। এদিকে বিরল প্রজাতির এ কাঁকড়াটি দেখার জন্য ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। 

গত বুধবার ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া গ্রামের ফারুক মাঝির জালে ধরা পরে এই কাঁকড়াটি।

ফারুক মাঝি বলেন, ‘প্রতিদিনের মতো ওই দিনও মাছ ধরতে মেঘনা নদীতে জাল ফেলি। নৌকায় জাল তোলার সময় বিরল প্রজাতির এই কাঁকড়াটি দেখতে পাই। পরে নৌকায় তুলে একটি পাত্রে পানি রেখে সেটার মধ্যে গত ছয় দিন ধরে রেখে দিই। এখনো সেটি জীবিত অবস্থায় আছে।’ 

ফারুক মাঝি আরও বলেন, ‘এ ধরনের কাঁকড়া এর আগে কখনো দেখেননি। লোক মুখে শুনেছি এই কাঁকড়ার দাম কয়েক লাখ টাকা। তাই অনেক টাকায় বিক্রির আশায় এখনো রেখে দিয়েছি। এ কাঁকড়াটির ওজন প্রায় ৩০০ গ্রাম।’ 

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্যাহ আজ সোমবার আজকের পত্রিকাকে বলেন, এই কাঁকড়াটি নাম লিমুলাস। এটি রাজ কাঁকড়া নামেও পরিচিত। এরা প্রধানত অগভীর সমুদ্র ও নরম বালু বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বাস করে। ডাঙায় সচরাচর পাওয়া যায়। এগুলোর দাম নিয়ে লোক মুখে যা শোনা যায় সেগুলো গুজব। এর তেমন কোনো দাম নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত