Ajker Patrika

চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৪: ০৪
চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই 

ভোলার চরফ্যাশন উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চরফ্যাশন বাজারের শরীফপাড়া ইয়াকুব মিয়ার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গভীর রাতে চরফ্যাশন বাজারের ইয়াকুব মিয়ার মার্কেটের একটি স্টিলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে প্রথমে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে পার্শ্ববর্তী উপজেলা লালমোহনের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই মার্কেটের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে দুটি মেশিনারি, তিনটি স্টিলের, দুটি ইলেকট্রনিকস, একটি গ্লাসের, একটি লন্ড্রির, দুইটি লেপ-তোশক ও দুটি মুদি দোকান ছিল। 

চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষি জানান, অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

চরফ্যাশন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ইসমাইল হোসেন জানান, গভীর রাতে খবর পেয়ে চরফ্যাশন ও লালমোহনের ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। 

এদিকে রোববার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারিভাবে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত