পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
‘বাড়িতে বৃদ্ধ মা-বাবা, ছোট ভাই-বোন স্ত্রী আর আড়াই বছরে একটি মেয়ে আছে। পরিবারের খরচ জোগাতে সাগরে মাছ শিকারে যাই। বৈরী আবহাওয়াসহ নানা ধরনের প্রতিকূলতার শিকার হতে হয়। দীর্ঘদিন জলদস্যু থেকে নিরপরাধ থাকলেও এবারের ঘটনায় আমরা বিস্মিত। একটি বয়ায় আটজন ছিলাম। একে একে চারজন মারা গেছে। সবাইকে হাত থেকে ছেড়ে দিয়েছি বঙ্গোপসাগরে। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল এখুনি বুঝি মারা যাব।’
কথাগুলো প্রতিবেদককে বলছিলেন বঙ্গোপসাগরে ডাকাতির ঘটনায় ৭০ ঘণ্টা ভাসমান থাকার পর উদ্ধার হওয়া এফবি ভাই ভাই ট্রলারে সহকারী মাঝি শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ডলুয়া ইউনিয়নের ৪ নম্বর মরখালি গ্রামের মাহতাব হাওলাদারের ছেলে।
শফিকুল ইসলাম বলেন, ‘আজ বিশ বছর ধরে সাগরে নৌকা বাইচ করি। সাগরে যদি বাঁচতেই না পারি তাহলে গিয়ে কি করব? যখন পানির তৃষ্ণায় গলা শুকিয়ে যায় তখন লবণ পানি মুখে দিয়ে কুলি করি। ওই পানি খাওয়া যায় না। ওই সময় নিয়ত করেছি এইবার যদি বাড়িতে ফিরতে পারি আর কোনো দিন সাগরে মাছ শিকারে যাব না।’
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরে হঠাৎ ডাকাতির ঘটনায় উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ফিরে আসা অনেক জেলেই সাগরে মাছ শিকারে যেতে চাচ্ছেন না।’
এদিকে যারা জেলে পেশা ছেড়ে দিতে চাচ্ছে তাঁদের সরকারের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা কথা বলেন গোলাম মোস্তফা চৌধুরী।
গত সোমবার বেলা ১১টায় বঙ্গোপসাগর থেকে ট্রলারের মাঝি শফিক, ইয়াসিন জোয়াদ্দার, জামাল ও আব্দুল হাইকে কোস্টগার্ড উদ্ধার করে। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে এফবি মা মরিয়ম নামে এক মাছ ধরার ট্রলারের জেলেরা তাঁদের গভীর বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
‘বাড়িতে বৃদ্ধ মা-বাবা, ছোট ভাই-বোন স্ত্রী আর আড়াই বছরে একটি মেয়ে আছে। পরিবারের খরচ জোগাতে সাগরে মাছ শিকারে যাই। বৈরী আবহাওয়াসহ নানা ধরনের প্রতিকূলতার শিকার হতে হয়। দীর্ঘদিন জলদস্যু থেকে নিরপরাধ থাকলেও এবারের ঘটনায় আমরা বিস্মিত। একটি বয়ায় আটজন ছিলাম। একে একে চারজন মারা গেছে। সবাইকে হাত থেকে ছেড়ে দিয়েছি বঙ্গোপসাগরে। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল এখুনি বুঝি মারা যাব।’
কথাগুলো প্রতিবেদককে বলছিলেন বঙ্গোপসাগরে ডাকাতির ঘটনায় ৭০ ঘণ্টা ভাসমান থাকার পর উদ্ধার হওয়া এফবি ভাই ভাই ট্রলারে সহকারী মাঝি শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ডলুয়া ইউনিয়নের ৪ নম্বর মরখালি গ্রামের মাহতাব হাওলাদারের ছেলে।
শফিকুল ইসলাম বলেন, ‘আজ বিশ বছর ধরে সাগরে নৌকা বাইচ করি। সাগরে যদি বাঁচতেই না পারি তাহলে গিয়ে কি করব? যখন পানির তৃষ্ণায় গলা শুকিয়ে যায় তখন লবণ পানি মুখে দিয়ে কুলি করি। ওই পানি খাওয়া যায় না। ওই সময় নিয়ত করেছি এইবার যদি বাড়িতে ফিরতে পারি আর কোনো দিন সাগরে মাছ শিকারে যাব না।’
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সাগরে হঠাৎ ডাকাতির ঘটনায় উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ফিরে আসা অনেক জেলেই সাগরে মাছ শিকারে যেতে চাচ্ছেন না।’
এদিকে যারা জেলে পেশা ছেড়ে দিতে চাচ্ছে তাঁদের সরকারের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা কথা বলেন গোলাম মোস্তফা চৌধুরী।
গত সোমবার বেলা ১১টায় বঙ্গোপসাগর থেকে ট্রলারের মাঝি শফিক, ইয়াসিন জোয়াদ্দার, জামাল ও আব্দুল হাইকে কোস্টগার্ড উদ্ধার করে। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে এফবি মা মরিয়ম নামে এক মাছ ধরার ট্রলারের জেলেরা তাঁদের গভীর বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
রাঙামাটিতে চাকরির দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রুবেল চাকমা (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। তিনি আনসার বাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পোশাক গায়ে দিয়ে ছবি তুলে চাকরি দেওয়ার নামে বিভিন্নজনের কাছ থেকে টাকা...
২৫ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) দাফন সম্পন্ন হয়েছে। তিনি চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার বাসিন্দা ও পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার মৃত বাবলুর মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরে জ্যোতির মরদেহ নিয়ে পৌঁছান স্বজনেরা। এ সময় স্বজনদের...
১ ঘণ্টা আগেচাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
১ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
১ ঘণ্টা আগে