ভোলা প্রতিনিধি
ভোলায় সড়ক দুর্ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মচারী মো. হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ এবং চালক ও সহকারীকে আটক করে হেফাজতে নিয়েছে। গতকাল বুধবার (৯ নভেম্বর) রাতে ভোলা শহরের তিনখাম্বা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হোসেন ভোলার চরনোয়াবাদের চৌমুহনী ৮ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমীন মাস্টারের ছেলে। তিনি ভোলা পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন অফিসের কাজ শেষে নিজের মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাতে শহরের তিনখাম্বা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক (ভোলা খেয়াঘাট) থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন হোসেন। তাৎক্ষণিক ট্রাকচালক রক্তাক্ত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠান। শেবাচিমে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থলে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, বিপরীত দিক থেকে ট্রাক আসায় হোসেন তাঁর মোটরসাইকেলটির গতি রোধ করে সাইটে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পেছন থেকে দ্রুতগতির একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ট্রাকটির সামনের অংশের সঙ্গে ধাক্কা লাগে। তখন হোসেন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশাচালককে শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিক করে বলেন, ‘এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ট্রাকচালকের চেয়ে অটোরিকশাচালক এ দুর্ঘটনার জন্য বেশি দায়ী। তাই আমরা অটোরিকশাচালককে শনাক্তের চেষ্টা করছি।’
ভোলায় সড়ক দুর্ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মচারী মো. হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ এবং চালক ও সহকারীকে আটক করে হেফাজতে নিয়েছে। গতকাল বুধবার (৯ নভেম্বর) রাতে ভোলা শহরের তিনখাম্বা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হোসেন ভোলার চরনোয়াবাদের চৌমুহনী ৮ নম্বর ওয়ার্ডের মৃত রুহুল আমীন মাস্টারের ছেলে। তিনি ভোলা পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন অফিসের কাজ শেষে নিজের মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাতে শহরের তিনখাম্বা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক (ভোলা খেয়াঘাট) থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন হোসেন। তাৎক্ষণিক ট্রাকচালক রক্তাক্ত অবস্থায় হোসেনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠান। শেবাচিমে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থলে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, বিপরীত দিক থেকে ট্রাক আসায় হোসেন তাঁর মোটরসাইকেলটির গতি রোধ করে সাইটে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পেছন থেকে দ্রুতগতির একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ট্রাকটির সামনের অংশের সঙ্গে ধাক্কা লাগে। তখন হোসেন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশাচালককে শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আজ বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিক করে বলেন, ‘এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ট্রাকচালকের চেয়ে অটোরিকশাচালক এ দুর্ঘটনার জন্য বেশি দায়ী। তাই আমরা অটোরিকশাচালককে শনাক্তের চেষ্টা করছি।’
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে