Ajker Patrika

দোকানে চা খেতে বসা বৃদ্ধকে চাপা দিল ট্রলি

ভোলা প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৫: ৪৪
দোকানে চা খেতে বসা বৃদ্ধকে চাপা দিল ট্রলি

ভোলায় চা খেতে দোকানে গিয়ে ট্রলির চাপায় মো. আইয়ুব উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ভোলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আইয়ুব উদ্দিন দৌলতখান উপজেলার মধ্য জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মিনাজ ইউনিয়নের ছেলে। 

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্র ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বৃদ্ধ আইয়ুব উদ্দিন বাংলাবাজার চৌরাস্তার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। তখন একটি ট্রলি পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধকে চাপা দেয়। এতে তাঁর ডান পা ভেঙে যায় এবং মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ট্রলিটি জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। 

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধের মরদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে ট্রলির চালক খোকন পালিয়ে যাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত