Ajker Patrika

পাপ মোচন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কুয়াকাটা সৈকতে স্নান উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৪, ১৬: ০৭
পাপ মোচন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কুয়াকাটা সৈকতে স্নান উৎসব

জাগতিক পাপ মোচন, অক্ষয় পুণ্যলাভ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে স্নান উৎসব। আজ শুক্রবার বেলা ১১টায় আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে সৈকতের জিরো পয়েন্টে হাজারো সনাতনী নারী-পুরুষ এই স্নানে অংশ নেন।

এ সময় সমুদ্রে মোমবাতি, আগরবাতি, ডাব, হরীতকী, বেল, দূর্বা ও সিঁদুর অর্পণ করেন নারীরা। এর আগে ভোরে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণপূজা ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার থেকে শ্রীমাবভগবত গীতা আলোচনা ও নামসংকীর্তনে অংশগ্রহণ করেন পুণ্যার্থীরা।

স্নানে অংশ নেওয়া আমতলী থেকে আসা পুণ্যার্থী সুবিমল সরকার বলেন, ‘পাপ মোচন ও কল্যাণের আশায় গতকাল রাতেই এখানে এসেছি। ঠাকুরের কৃপালাভের আশায় স্নান করেছি।’

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার রাত থেকেই পুণ্যার্থীরা এখানে সমাবেত হয়েছেন। রাতে শ্রীমাবভগবত গীতা আলোচনা ও নামসংকীর্তনে অংশগ্রহণ করে এবং সকালে সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণপূজা ও গঙ্গাপূজা শেষে স্নানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত