Ajker Patrika

বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা

প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)
বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে স্থানীয় বিএনপির নেতারা। আহত আলমগীর তালুকদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা যায়। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আওয়ামী লীগ নেতা আলমগীর তালুকদারকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পরিবারের সদস্য স্বপন অভিযোগ করে বলেন, উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজানকাঠী গ্রামের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর তালুকদার পার্শ্ববর্তী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাঁর পথরোধ করেন স্থানীয় এলাকার মিরন মোল্লা, আফজাল মোল্লা ও মনির মোল্লাসহ ৪-৫ জন। পরে সবাই মিলে আলমগীর তালুকদারকে হাতুড়ি পেটা করে। 

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ খান। তবে কি নিয়ে দ্বন্দ্ব তা জানা যায়নি। 

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে সন্ধ্যা পর্যন্ত তার কাছে কোন অভিযোগ আসেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত