Ajker Patrika

পাথরঘাটা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মশিউর গ্রেপ্তার

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি
মশিউর রহমান। ছবি: সংগৃহীত
মশিউর রহমান। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মশিউর রহমান পাথরঘাটা পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও মো. ফজলুল করিমের পুত্র। তিনি পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, মশিউর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী ঘটিত নানা অভিযোগ রয়েছে।

পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. মুবিন জানান, মশিউরকে আজ বেলা ৩টার দিকে আদালতে আনা হয়। সেখানে তাঁর পক্ষে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগ রয়েছে। কিন্তু এজাহারে তাঁর নাম নেই। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত