আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে চার বছরের হাবিবা আগুনে পুড়ে মারা গেছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন তার মা রানী বেগম (৩০) ও বাবা হানিফ হাওলাদার (৩৫)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার উত্তর তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলী উপজেলার উত্তর তারিকাটা গ্রামে হানিফ হাওলাদারের ঘরে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে। এ সময় হানিফ হাওলাদার, তাঁর স্ত্রী রানী বেগম ও শিশুকন্যা হাবিবা ঘরে ঘুমিয়ে ছিলেন। আগুনে হাবিবা পুড়ে মারা যায়। টের পেয়ে হানিফ হাওলাদার ঘর থেকে বের হলেও রানী বেগম বের হতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে রানী বেগম পুড়ে দগ্ধ হন। দগ্ধ দুজনকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি ঘরে ছড়িয়ে পড়ে। তাতে ওই ঘরে থাকা শিশু পুড়ে মারা যায়। এ সময় তার মা-বাবাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, আগুনে দগ্ধ রানী বেগমের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজে সহায়তা করেছে। আগুনে পুড়ে একটি শিশু মারা গেছে। ওই শিশুর মা-বাবা দগ্ধ হয়েছেন।
বরগুনার আমতলীতে চার বছরের হাবিবা আগুনে পুড়ে মারা গেছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন তার মা রানী বেগম (৩০) ও বাবা হানিফ হাওলাদার (৩৫)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার উত্তর তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলী উপজেলার উত্তর তারিকাটা গ্রামে হানিফ হাওলাদারের ঘরে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে। এ সময় হানিফ হাওলাদার, তাঁর স্ত্রী রানী বেগম ও শিশুকন্যা হাবিবা ঘরে ঘুমিয়ে ছিলেন। আগুনে হাবিবা পুড়ে মারা যায়। টের পেয়ে হানিফ হাওলাদার ঘর থেকে বের হলেও রানী বেগম বের হতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে রানী বেগম পুড়ে দগ্ধ হন। দগ্ধ দুজনকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে দুটি ঘরে ছড়িয়ে পড়ে। তাতে ওই ঘরে থাকা শিশু পুড়ে মারা যায়। এ সময় তার মা-বাবাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, আগুনে দগ্ধ রানী বেগমের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজে সহায়তা করেছে। আগুনে পুড়ে একটি শিশু মারা গেছে। ওই শিশুর মা-বাবা দগ্ধ হয়েছেন।
সিলেটে মুজিবুর হত্যা মামলায় নারীসহ ছয়জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেআসামিরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টির ষড়যন্ত্র শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আসামিরা সরকারের বিরুদ্ধে ঘৃণা, সহিংসতা উসকে দেওয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক হামলার মিথ্যা তথ্য দিয়ে লিফলেট বিলি, সমাবেশে বক্তব্য, সামাজিক মাধ্যমসহ মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য দেন।
১৮ মিনিট আগেনাটোরের লালপুরে স্কুলছাত্রদের কাছে গাঁজা বিক্রির অভিযোগে আল আমিন হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। স্কুলের টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করতে এসে ধরা পড়েন তিনি। আজ বুধবার (১৪ মে) উপজেলার ওয়ালিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেশ্রমিক অসন্তোষের কারণে টানা ২১ দিন বন্ধ রয়েছে কুষ্টিয়ায় বিএটি বাংলাদেশের অন্যতম প্রধান তামাক প্রক্রিয়াজাতকরণ কারখানা গ্রিন লিফ থ্রেশিং প্ল্যান্ট (জিএলটিপি)। উন্মুক্ত আলোচনা ও শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে কারখানা চালুর ক্ষেত্রে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে কুষ্টিয়া, মেহেরপুর...
২৫ মিনিট আগে