Ajker Patrika

আমতলীতে বাসে আগুন, আটক ২ 

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৫: ১৮
আমতলীতে বাসে আগুন, আটক ২ 

বিএনপি-জামায়াতের চলমান অবরোধে বরগুনার ঢাকাগামী সাকুরা পরিবহনের বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের আড়পাঙ্গাশিয়া বাজারসংলগ্ন উত্তর তারিকাটা নামক স্থানে গতকাল বুধবার রাত ৯টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে রাতেই পুলিশ আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু। 

সাকুরা পরিবহনের বাসটির সুপারভাইজার মাসুম বিল্লাহ বলেন, ‘তালতলী থেকে সাকুরা পরিবহনের বাসটি বুধবার রাত ৮টার দিকে চারজন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে আমতলী-তালতলী আঞ্চলিক সড়কের আড়পাঙ্গাশিয়া বাজারসংলগ্ন উত্তর তারিকাটা নামক স্থানে ২০-২৫ জন দুর্বৃত্ত সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়ি আটকে দেয় এবং কাচ ভেঙে ফেলে। পরে তারা গাড়িতে উঠে আমাদের মারধর করে সঙ্গে থাকা ১৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর পেট্রল দিয়ে গাড়ির মধ্যে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মারধরে আহত গাড়ির চালক বাবুল মিয়া ও হেলপার শান্তকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

যাত্রীরা আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই বাস থেকে নেমে যান। নিজাম নামে একজন যাত্রী আজকের পত্রিকাকে জানান, বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে তিনি কানে ব্যাথা পেয়েছেন।

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাব্বি বলেন, আহত দুজনকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত