Ajker Patrika

দুর্নীতির মামলায় সাবেক এমপি আউয়াল ও তাঁর স্ত্রীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৯: ২৬
Thumbnail image

পিরোজপুরের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিনটি মামলায় চার্জ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এই অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে দুদকের মামলায় তাঁদের বিচার শুরু হলো। অভিযোগ গঠনের সময় এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীন আদালতে উপস্থিত ছিলেন। আউয়াল ২০০৮ ও ২০১৪ সালে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন। 

বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি বিপ্লব কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুদক বরিশাল জেলা কার্যালয়ে মামলা তিনটি দায়ের করেন দুদকের উপপরিচালক মো. আলী আকবর। ওই তিন মামলায় সাবেক সংসদ সদস্য আউয়ালের বিরুদ্ধে খাসজমিতে ভবন নির্মাণ, অর্পিত সম্পত্তিতে নিজের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং সরকারি পুকুর ভরাট করে দখলে নেওয়ার অভিযোগ করা হয়। ওই তিনটি মামলায় আজ বিভাগীয় বিশেষ জজ আদালতে চার্জ গঠন করা হয়েছে। 

এর আগে তদন্ত শেষে তিনটি মামলায়ই ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. আলী আকবর। 
 
দুদক সূত্র জানায়, প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীন পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরের ছোট বৈচাকাঠি মৌজার দশমিক শূন্য ৩ একর খাসজমি ভুয়া ব্যক্তিদের নামে বন্দোবস্ত দেখিয়ে ওই জমিতে দ্বিতল ভবন নির্মাণ করেন। এ ঘটনায় আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনকে আসামি করা হয়। 

দ্বিতীয় মামলায় বলা হয়, এ কে এম এ আউয়াল জালিয়াতির মাধ্যমে পিরোজপুর সদর উপজেলার ৪৬ নম্বর খোমারিয়া মৌজার ২৯৩ নম্বর খতিয়ানভুক্ত অর্পিত সম্পত্তিসহ অন্যদের জমি নিজের নামে অবৈধভাবে দখল এবং রাজার পুকুর নামে পরিচিত সরকারি পুকুর ভরাট করে মোট ৪৪ শতাংশ জমি দখল করে দেয়াল নির্মাণ করেন। 
 
তৃতীয় মামলায় সরকারি সম্পত্তি লিজ নিয়ে শর্ত ভঙ্গ করে এবং লিজমূল্য পরিশোধ না করে এ কে এম এ আউয়াল পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় দশমিক ৫ একর সরকারি সম্পত্তিতে ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে আউয়াল ফাউন্ডেশন নির্মাণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত