আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পায়রা নদীর তীরে ছোনবুনিয়ার চরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মৃতদেহ। তবে সেটির মাথা নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়ার চরে অর্ধগলিত মাথাবিহীন তিমির মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিভিন্ন এলাকার উৎসুক মানুষ সেখানে ভিড় করে। মৃত তিমির দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। তবু নাক চেপে তিমি দেখতে আসছে শত শত মানুষ।
বালিয়াতলী ইউপি সদস্য মো. ইউনুস মৃধা বলেন, রোববার (৩০ জুন) রাতে জোয়ারের পানিতে মৃত তিমিটি ভেসে এসে আটকে পড়েছে। খবর পেয়ে বন বিভাগ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউনুস মৃধা আরও বলেন, তিমির যে অংশটুকু ভেসে এসেছে তার ব্যস ২০ ফুটের বেশি হবে। মানুষ বৈরী আবহাওয়া উপেক্ষা করে পায়রা নদীর চড়ে ভিড় জমাচ্ছে।
স্থানীয় পরিবেশ কর্মী আরিফুর রহমান বলেন, মৃত তিমিটি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে আশপাশের বাতাস দূষিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাছটির হাড় সংরক্ষণ করে গবেষণার কাজে ব্যবহার করতে পারে এবং অবশিষ্টাংশ মাটিতে পুঁতে ফেলতে হবে। নইলে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হবে।
বরগুনা সহকারী বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু জোয়ার থাকার কারণে তিমিটি মাটিচাপা দিতে পারিনি। দ্রুত মাটিচাপা দেওয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, খবর পেয়েছি কিন্তু ঘটনাস্থলে যেতে পারিনি। আগামীকাল (২ জুলাই) গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, পায়রা নদীর ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত একটি তিমির মৃতদেহ পাওয়া গেছে। তিমির মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত তিমিটি পচে দুর্গন্ধ ছড়াতে পারে, তাই মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত মাটিতে পুঁতে ফেলা হবে।
বরগুনার পায়রা নদীর তীরে ছোনবুনিয়ার চরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মৃতদেহ। তবে সেটির মাথা নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়ার চরে অর্ধগলিত মাথাবিহীন তিমির মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিভিন্ন এলাকার উৎসুক মানুষ সেখানে ভিড় করে। মৃত তিমির দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। তবু নাক চেপে তিমি দেখতে আসছে শত শত মানুষ।
বালিয়াতলী ইউপি সদস্য মো. ইউনুস মৃধা বলেন, রোববার (৩০ জুন) রাতে জোয়ারের পানিতে মৃত তিমিটি ভেসে এসে আটকে পড়েছে। খবর পেয়ে বন বিভাগ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউনুস মৃধা আরও বলেন, তিমির যে অংশটুকু ভেসে এসেছে তার ব্যস ২০ ফুটের বেশি হবে। মানুষ বৈরী আবহাওয়া উপেক্ষা করে পায়রা নদীর চড়ে ভিড় জমাচ্ছে।
স্থানীয় পরিবেশ কর্মী আরিফুর রহমান বলেন, মৃত তিমিটি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে আশপাশের বাতাস দূষিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাছটির হাড় সংরক্ষণ করে গবেষণার কাজে ব্যবহার করতে পারে এবং অবশিষ্টাংশ মাটিতে পুঁতে ফেলতে হবে। নইলে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হবে।
বরগুনা সহকারী বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু জোয়ার থাকার কারণে তিমিটি মাটিচাপা দিতে পারিনি। দ্রুত মাটিচাপা দেওয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, খবর পেয়েছি কিন্তু ঘটনাস্থলে যেতে পারিনি। আগামীকাল (২ জুলাই) গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, পায়রা নদীর ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত একটি তিমির মৃতদেহ পাওয়া গেছে। তিমির মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত তিমিটি পচে দুর্গন্ধ ছড়াতে পারে, তাই মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত মাটিতে পুঁতে ফেলা হবে।
মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
৩৪ মিনিট আগেযশোরের মনিরামপুরে পথচারীকে ধাক্কা দিয়ে একটি ইঞ্জিনচালিত ভ্যান (স্থানীয়ভাবে আলমসাধু হিসেবে পরিচিত) সেতুর ওপর উল্টে গেছে। এ সময় যানবাহনটির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর সহকারী ও পথচারী আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের ঢাকুরিয়া খালকান্দা সেতুর ওপর এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত অবস্থায় ঝুটবোঝাই একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাকের পেছনে থাকা একটি মাইক্রো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি খারাপ দেখে দাউ দাউ করে জ্বলতে থাকা ট্রাকটি সড়কের পাশের খালে নামিয়ে দেন চালক। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার
১ ঘণ্টা আগে