Ajker Patrika

‘পায়রা বন্দর-পদ্মাসেতু ঘিরে লাখো মানুষের কর্মসংস্থান হবে’

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৯: ০৩
‘পায়রা বন্দর-পদ্মাসেতু ঘিরে লাখো মানুষের কর্মসংস্থান হবে’

পায়রা বন্দর ও পদ্মাসেতু ঘিরে দক্ষিণাঞ্চলে অনেক শিল্পপ্রতিষ্ঠান তৈরি হবে। লাখো মানুষের কর্মসংস্থান হবে। এ জন্য দক্ষ জনবল প্রয়োজন। এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়া করে সু-নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করলেই প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম এমপি। 

আজ রোববার বরিশালের আলেকান্দা এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে মোট ১৮টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এর মধ্যে গতকাল শনিবার দুটি এবং এর আগে ১৬টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। এ ছাড়া গত বছরের স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট নিয়ে সংবর্ধনা দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও এআরএস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে জবি ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত