Ajker Patrika

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শনিবার নগরের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবি, সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি এবং প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। 

বাসদের বরিশাল জেলা শাখার সদস্যসচিব মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা শাখার সদস্য সন্তু মিত্র, জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন শিকদার। 

এ সময় বক্তারা বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পরেও দেশে গণতন্ত্র নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই, দ্রব্যমূল্যের কশাঘাতে মানুষের জীবন জর্জরিত। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় না অথচ মাছ-মাংস-চালের স্বাধীনতা চাওয়া নিয়ে একটি কার্ড প্রচার করাকে কেন্দ্র করে ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কথা বলে সাংবাদিক শামসুজ্জামানকে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বক্তারা আরও বলেন, মাছ-মাংস-চালের স্বাধীনতা চাওয়া অপরাধ হলে আমরা সবাই এই অপরাধে অপরাধী, ১৬ কোটি মানুষকে গ্রেপ্তার করুন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ তাঁদের বিভিন্ন দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত