ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ সাউথপুর গ্রামের রাজমিস্ত্রি আবুল বাসার হাওলাদার (৫০) হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হাসানের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজাপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে স্বজন ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধন চলাকালে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নিহত আবুল বাসারের মা দেলোয়ারা বেগম, স্ত্রী আসমা বেগম, বোন কুরছিয়া বেগম, ছেলে আমিনুল ইসলাম শুভ ও মেয়ে মরিয়ম আক্তারসহ স্থানীয়রা বক্তব্য দেন।
বক্তারা জানান, প্রধান আসামি নাজমুল হাসান কয়েক দিন ধরে আবুল বাসারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। আবুল বাসার টাকা দিতে অস্বীকৃতি জানালে নাজমুল হুমকি দেন, ‘নতুন ঘর তুলছ, তিন ভাই বিদেশে থাকে, তোমার জন্য এটা কোনো ব্যাপার না। টাকা না দিলে মেরে ফেলব।’
এ ছাড়া কয়েক দিন আগে আবুল বাসার বাজারে ওষুধ কিনতে গেলে আসামিরা তাঁকে বিএনপির কর্মসূচিতে যেতে নিষেধ করেন এবং বাড়ি ফিরে যেতে বলেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাজমুল ও তাঁর সহযোগীরা আবুল বাসারকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন থেকে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
গত ৩ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী আসমা বেগম রাজাপুর থানায় নাজমুলসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বর্তমানে মামলার তদন্ত এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, প্রধান আসামি নাজমুল হাসানকে র্যাব গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার বিকেলে থানায় হস্তান্তর করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ সাউথপুর গ্রামের রাজমিস্ত্রি আবুল বাসার হাওলাদার (৫০) হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হাসানের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজাপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে স্বজন ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধন চলাকালে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নিহত আবুল বাসারের মা দেলোয়ারা বেগম, স্ত্রী আসমা বেগম, বোন কুরছিয়া বেগম, ছেলে আমিনুল ইসলাম শুভ ও মেয়ে মরিয়ম আক্তারসহ স্থানীয়রা বক্তব্য দেন।
বক্তারা জানান, প্রধান আসামি নাজমুল হাসান কয়েক দিন ধরে আবুল বাসারের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। আবুল বাসার টাকা দিতে অস্বীকৃতি জানালে নাজমুল হুমকি দেন, ‘নতুন ঘর তুলছ, তিন ভাই বিদেশে থাকে, তোমার জন্য এটা কোনো ব্যাপার না। টাকা না দিলে মেরে ফেলব।’
এ ছাড়া কয়েক দিন আগে আবুল বাসার বাজারে ওষুধ কিনতে গেলে আসামিরা তাঁকে বিএনপির কর্মসূচিতে যেতে নিষেধ করেন এবং বাড়ি ফিরে যেতে বলেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাজমুল ও তাঁর সহযোগীরা আবুল বাসারকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন থেকে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
গত ৩ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী আসমা বেগম রাজাপুর থানায় নাজমুলসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দু-তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। বর্তমানে মামলার তদন্ত এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, প্রধান আসামি নাজমুল হাসানকে র্যাব গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার বিকেলে থানায় হস্তান্তর করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজশাহীর একটি পূজামণ্ডপে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের ফুদকিপাড়া এলাকায় সরস্বতী পূজার একটি মণ্ডপে স্থানীয় কিছু ব্যক্তি এ হামলা চালান। তাঁরা প্যান্ডেল ও সাউন্ড বক্স ভেঙে চলে যান।
৩১ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্কোয়াশ চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন কৃষকেরা। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের একদল কৃষক বাণিজ্যিকভাবে স্কোয়াশ চাষ শুরু করেছেন।
৩৪ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে একজন এবং আজ বুধবার দুপুরে অন্যজনের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেদিনাজপুরের বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে অভিযান চালিয়ে র্যাব-পুলিশের যৌথ বাহিনী এই মূর্তি উদ্ধার করে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে