Ajker Patrika

স্বরূপকাঠিতে পৌর বিএনপির কাউন্সিলের দাবিতে সংবাদ সম্মেলন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
স্বরূপকাঠি পৌর বিএনপির কাউন্সিল দাবিতে বৃহস্পতিবার রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন নেতারা। ছবি: আজকের পত্রিকা
স্বরূপকাঠি পৌর বিএনপির কাউন্সিল দাবিতে বৃহস্পতিবার রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন নেতারা। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে আসন্ন স্বরূপকাঠি পৌর বিএনপির কাউন্সিল দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বরূপকাঠি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মইনুল হাসান। বৃহস্পতিবার রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মো. মইনুল হাসান বলেন, ‘আমাদের বিএনপিতে একদল আওয়ামী দোসর অনুপ্রবেশ করেছে, যারা নানাভাবে ঝামেলা সৃষ্টি করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন করা হচ্ছে। সে ধারাবাহিকতায় স্বরূপকাঠি পৌর বিএনপির ওয়ার্ড কমিটিও হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওয়ার্ড কমিটির মাধ্যমে পৌর বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে গত মঙ্গলবার উপজেলা পার্টি অফিসে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনাকাঙ্ক্ষিত গোলযোগের ঘটনা ঘটে। এরপর থেকে কানাঘুষা শোনা যাচ্ছে, কাউন্সিল নাও হতে পারে। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে কাউন্সিল বানচাল করার চেষ্টা করছে।’

তিনি দাবি করেন, ‘আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে চাই। তাই অবিলম্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসন্ন কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. রাসেল কবির, পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. নাসির হোসেন, সম্পাদক মো. রুহুল আমীন, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. সহিদুল ইসলাম ও সম্পাদক মো. কাওসার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত