বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাত বছরের নাতনিকে নির্যাতনের অভিযোগে দাদি মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আজ সোমবার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মাঝি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম ওই এলাকার মো. ইউনুসের স্ত্রী এবং তানিশার দাদি। এ ঘটনায় শনিবার রাতে ওই শিশুর মা সোনিয়া বেগম থানায় মামলা করেন।
সোনিয়া বেগম জানান, ছয় বছর আগে তানিশার বাবা মো. হারুনের সঙ্গে ছাড়াছাড়ি হয়। এরপর থেকে তানিশা তাঁর কাছে থাকত। দুই মাস আগে মেয়ের দেখভালের কথা বলে বাড়িতে নেন তার বাবা হারুন। এরপর বিভিন্ন সময়ে তাকে নির্যাতনের খবর পাচ্ছিলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মোবাইল হারানোর অজুহাতে দাদি মনোয়ারা বেগম তানিশাকে মারধর করেন। চুল ধরে এলোপাতাড়ি মাটিতে আছাড় মারেন। পরে প্লায়ার্স দিয়ে নাতনির ডান হাতের তর্জনী আঙুল টেনে জখম করেন। গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের চিত্র প্রতিবেশীরা মোবাইল ফোনে ভিডিও করেন। খবর পেয়ে শিশুটির মা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গতকাল রোববার মনোয়ারা বেগম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সাত বছরের নাতনিকে নির্যাতনের অভিযোগে দাদি মনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আজ সোমবার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের চরটিটিয়া গ্রামের মাঝি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম ওই এলাকার মো. ইউনুসের স্ত্রী এবং তানিশার দাদি। এ ঘটনায় শনিবার রাতে ওই শিশুর মা সোনিয়া বেগম থানায় মামলা করেন।
সোনিয়া বেগম জানান, ছয় বছর আগে তানিশার বাবা মো. হারুনের সঙ্গে ছাড়াছাড়ি হয়। এরপর থেকে তানিশা তাঁর কাছে থাকত। দুই মাস আগে মেয়ের দেখভালের কথা বলে বাড়িতে নেন তার বাবা হারুন। এরপর বিভিন্ন সময়ে তাকে নির্যাতনের খবর পাচ্ছিলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মোবাইল হারানোর অজুহাতে দাদি মনোয়ারা বেগম তানিশাকে মারধর করেন। চুল ধরে এলোপাতাড়ি মাটিতে আছাড় মারেন। পরে প্লায়ার্স দিয়ে নাতনির ডান হাতের তর্জনী আঙুল টেনে জখম করেন। গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের চিত্র প্রতিবেশীরা মোবাইল ফোনে ভিডিও করেন। খবর পেয়ে শিশুটির মা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গতকাল রোববার মনোয়ারা বেগম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, শিশুকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩০ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩২ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে