Ajker Patrika

বরিশালে সাবেক স্ত্রীর সঙ্গে ঝগড়া: সন্তানকে হত্যার পর গলা কেটে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১২ জুন ২০২৪, ১৬: ১০
বরিশালে সাবেক স্ত্রীর সঙ্গে ঝগড়া: সন্তানকে হত্যার পর গলা কেটে যুবকের আত্মহত্যা

বরিশালে পাঁচ বছর বয়সী মেয়েকে গলা কেটে হত্যার পর নাঈম হাওলাদার (৩৫) নামের এক যুবক নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকালে বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়কের পানির ট্যাংকের পূর্ব পাশে ‘স্বপ্ন বিলাস’ ভবনের চারতলায় এ ঘটনা ঘটেছে।

কাউনিয়া থানার পুলিশের তথ্যমতে, নিহত নাঈম হাওলাদার উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার গাড়িচালক ছিলেন।

কাউনিয়া থানার পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, চার মাস আগে স্ত্রীর সঙ্গে নাঈমের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তাঁদের মেয়ে বাবার সঙ্গে থাকত। গতকাল মঙ্গলবার রাতে স্ত্রী ফোন করে বলেন, আজ বুধবার সকালে তিনি মেয়েকে তাঁর কাছে নিয়ে যাবেন। আজ সকালে নাঈম বঁটি দিয়ে গলা কেটে মেয়েকে হত্যা করেন। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেন তিনি।

এসআই আরাফাত আরও বলেন, সামনের ঘরে নাঈমের বোন থাকলেও তিনি কিছুই টের পাননি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত