নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গত ৫ আগস্টের পর বরিশাল বিভাগে দুই শতাধিক শিক্ষক মব জাস্টিসের শিকার হয়েছেন বলে শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের নেতারা অভিযোগ তুলেছেন। আজ বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগীয় শাখার সমন্বয়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল সহকর্মীদের নানা কষ্টের কথা তুলে ধরেন।
মহসিন উল ইসলাম হাবুল বলেন, অনেক প্রধান শিক্ষক, অধ্যক্ষের চোখের পানি ঝরেছে। অনেককে এখনো শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। দেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার শিক্ষকেরা। দেশের পাঁচ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী ঈদে পূর্ণাঙ্গ উৎসব ভাতা পাচ্ছেন না। সাড়ে তিন হাজার শিক্ষক অবসরভাতা বঞ্চিত। ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসাসহ নানা দাবি পূরণ না হলে ঈদের দিন শিক্ষকেরা ঈদ উল ফিতর উৎসব বর্জন করে কালোব্যাজ ধারণ করবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘৫ আগস্টের পর বহু শিক্ষক নির্মমভাবে অত্যাচারের শিকার হয়েছেন। জোর করে স্কুল-কলেজ থেকে বেড় করে দেওয়া হয়েছে। মাধবপাশার অধ্যক্ষ প্রণব ব্যাপারী এবং বানারীপাড়ার প্রধান শিক্ষক জামাল হোসেন এর অন্যতম উদাহরণ। বরিশাল বিভাগের এ ধরনের মব জাস্টিসের শিকার ২ শতাধিক শিক্ষক। আমরা এই উচ্ছৃঙ্খলতার প্রতিকার চাই।’
শিক্ষক নেতারা বলেন, দেশের ৯৫ ভাগ শিক্ষাব্যবস্থা পরিচালনার দায়িত্বে পাঁচ লক্ষাধিক বেসরকারি শিক্ষক-কর্মচারী। সেই শিক্ষক-কর্মচারীরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। বর্তমানে মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। হাজার হাজার শিক্ষক অবসরভাতা পাচ্ছেন না। তাঁরা বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছেন। অবসরে যাওয়া শিক্ষকদের দ্রুত ভাতা প্রদানেরও দাবি জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগীয় শাখার নেতা মো. রেজাউল করিম, অধ্যক্ষ আ ক মো. মিজানুর রহমান, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন প্রমুখ।
গত ৫ আগস্টের পর বরিশাল বিভাগে দুই শতাধিক শিক্ষক মব জাস্টিসের শিকার হয়েছেন বলে শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের নেতারা অভিযোগ তুলেছেন। আজ বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগীয় শাখার সমন্বয়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল সহকর্মীদের নানা কষ্টের কথা তুলে ধরেন।
মহসিন উল ইসলাম হাবুল বলেন, অনেক প্রধান শিক্ষক, অধ্যক্ষের চোখের পানি ঝরেছে। অনেককে এখনো শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। দেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার শিক্ষকেরা। দেশের পাঁচ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী ঈদে পূর্ণাঙ্গ উৎসব ভাতা পাচ্ছেন না। সাড়ে তিন হাজার শিক্ষক অবসরভাতা বঞ্চিত। ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসাসহ নানা দাবি পূরণ না হলে ঈদের দিন শিক্ষকেরা ঈদ উল ফিতর উৎসব বর্জন করে কালোব্যাজ ধারণ করবেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘৫ আগস্টের পর বহু শিক্ষক নির্মমভাবে অত্যাচারের শিকার হয়েছেন। জোর করে স্কুল-কলেজ থেকে বেড় করে দেওয়া হয়েছে। মাধবপাশার অধ্যক্ষ প্রণব ব্যাপারী এবং বানারীপাড়ার প্রধান শিক্ষক জামাল হোসেন এর অন্যতম উদাহরণ। বরিশাল বিভাগের এ ধরনের মব জাস্টিসের শিকার ২ শতাধিক শিক্ষক। আমরা এই উচ্ছৃঙ্খলতার প্রতিকার চাই।’
শিক্ষক নেতারা বলেন, দেশের ৯৫ ভাগ শিক্ষাব্যবস্থা পরিচালনার দায়িত্বে পাঁচ লক্ষাধিক বেসরকারি শিক্ষক-কর্মচারী। সেই শিক্ষক-কর্মচারীরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। বর্তমানে মাত্র ২৫ ভাগ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। হাজার হাজার শিক্ষক অবসরভাতা পাচ্ছেন না। তাঁরা বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরছেন। অবসরে যাওয়া শিক্ষকদের দ্রুত ভাতা প্রদানেরও দাবি জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগীয় শাখার নেতা মো. রেজাউল করিম, অধ্যক্ষ আ ক মো. মিজানুর রহমান, অধ্যক্ষ আমিনুর রহমান খোকন প্রমুখ।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৭ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৭ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৭ ঘণ্টা আগে