Ajker Patrika

চরফ্যাশনে চোর সন্দেহে হাত-পা ভেঙে চোখ উপড়ে নিল এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
চোর সন্দেহে নির্যাতনের শিকার মো. শাহজাহান মিন্টিজকে ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
চোর সন্দেহে নির্যাতনের শিকার মো. শাহজাহান মিন্টিজকে ভোলার চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ভোলার চরফ্যাশন উপজেলায় চোর সন্দেহে মো. শাহজাহান মিন্টিজ (৪০) নামের এক ব্যক্তির হাত-পা ভেঙে দুই চোখ তুলে নিয়েছেন গ্রামের লোকজন। এলাকায় চুরি বেড়ে যাওয়ায় তাঁরা শাহজাহানের ওপর এই নির্যাতন চালান। গতকাল রোববার এ ঘটনা ঘটে।

জানা গেছে, শাহজাহান মিন্টিজ চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার নজরুল নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আরকলমী গ্রামের মো. ছিডু মিয়ার ছেলে। তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, শাহজাহান একজন পেশাদার চোর। তিনি কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছিলেন। জেল থেকে বের হয়ে আবার চুরি করতে থাকেন। তাঁর বাবাও একজন চোর ছিলেন।

শাহজাহান মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগমের অভিযোগ, তাঁর স্বামীকে সন্দেহজনকভাবে গ্রামবাসী তাঁদের বসতঘরে এসে ধাওয়া করেন। লোকজন শাহজাহানকে ধরে মারধর করেন, হাত-পা ভেঙে চাকু দিয়ে চোখ তুলে ফেলেন। তিনি ওই সময় উপস্থিত থাকলেও গ্রামবাসীর ভয়ে তাঁকে বাঁচাতে সাহস পাননি বলে ফাতেমা দাবি করেন।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, শাহজাহান নামের এক ব্যক্তিকে হাত-পা ভাঙা ও চোখ তোলা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলা হয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে জানতে পেরেছি, শাহজাহান মিন্টিজ নামের এক ব্যক্তিকে চুরির অভিযোগে গ্রামবাসী মারধর করে হাত-পা ভেঙে চোখ তুলে ফেলেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত