Ajker Patrika

ঝালকাঠিতে মাদকসেবীদের বিরুদ্ধে ভাস্কর শিল্পীকে কোপানোর অভিযোগ 

ঝালকাঠি প্রতিনিধি
Thumbnail image

ফেসবুকে মাদকসেবীদের বিচরণ নিয়ে স্ট্যাটাস দেওয়ায় ঝালকাঠিতে আতিকুল ইসলাম (৩৮) নামে এক ভাস্কর শিল্পীকে মাদকসেবীরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত আতিকুল ইসলাম অভিযোগ করেন, গতরাতে শহরের আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

আহত আতিকুল ইসলাম জানান, গত ৩০ আগস্ট শহরের আমতলা এলাকায় মাদক বেচাকেনা ও সেবনের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। এর পরে ওই এলাকায় টহল জোরদার করে পুলিশ। এতে মাদকসেবীরা ক্ষুব্ধ হয়। গতকাল বুধবার দিবাগত রাতে শহরের মিনি পার্ক এলাকা থেকে মোটরসাইকেল আমতলা সড়কের বাসার সামনে আসলে অজ্ঞাত ব্যক্তিরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। তিনি দাবি করেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মাদকসেবীরাই তার ওপর হামলা চালিয়েছে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, বিষয়টি ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে জানিয়েছে। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত