উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহারে যমুনা লাইন পরিবহনের একটি বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে গেছে। নিহত হয়েছে শিশুসহ ১০ জন। আহত হয়েছে ২৫ জন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেবাচিমে চিকিৎসাধীন যাত্রী আবুল কালাম বলেন, শনিবার রাত ১০টায় বাসটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাত্রা করে। পথে মুন্সিগঞ্জের শ্রীনগরের একটি স্থানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ঠিক করতে ঘণ্টাখানেক সময় লাগে।
আবুল কালাম বলেন, শিমুলিয়া-বাংলাবাজারের ফেরি পার হতে বেজে যায় রাত সাড়ে ৩টা। ফেরি পার হয়ে চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। যাত্রীরা অনেকবার বললেও তিনি শোনেননি।
আবুল কালাম পিরোজপুরের নেছারাবাদ যাওয়ার জন্য সাভার থেকে বাসটিতে উঠেছিলেন। আর ১৫ মিনিট পর তাঁর বরিশালের গড়িয়ারপাড় নামার কথা ছিল। কিন্তু এর আগেই বাসটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় হাত-পা ভেঙে গেছে তাঁর।
বরিশাল নগরের সদর রোডের বাসিন্দা মিলন দাস (৩৪) যমুনা লাইনের বাসটির যাত্রী ছিলেন। গুরুতর আহত হয়ে শেবাচিমে চিকিৎসাধীন। তিনি বলেন, ‘তখন ভোররাত। বাইরে অন্ধকার ও বৃষ্টি। অধিকাংশ যাত্রী ছিলেন ঘুমে। হঠাৎ বিকট আওয়াজ। রাস্তার পাশের গাছে প্রচণ্ড জোরে ধাক্কা খেল বাসটি। আমি বাসের মাঝামাঝি জানালার পাশে বসেছিলাম। গাছের সঙ্গে ধাক্কা লাগার পর জানালা ভেঙে ছিটকে বাইরে পড়ে যাই। চালকের বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।’
এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেকের মরদেহ দাফনে ২০ হাজার টাকা ও দুর্ঘটনায় আহত প্রত্যেককে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
এ ঘটনায় বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল জানান, এ দুর্ঘটনায় যমুনা লাইন পরিবহন উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত গাড়ির চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহারে যমুনা লাইন পরিবহনের একটি বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে গেছে। নিহত হয়েছে শিশুসহ ১০ জন। আহত হয়েছে ২৫ জন। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেবাচিমে চিকিৎসাধীন যাত্রী আবুল কালাম বলেন, শনিবার রাত ১০টায় বাসটি ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাত্রা করে। পথে মুন্সিগঞ্জের শ্রীনগরের একটি স্থানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ঠিক করতে ঘণ্টাখানেক সময় লাগে।
আবুল কালাম বলেন, শিমুলিয়া-বাংলাবাজারের ফেরি পার হতে বেজে যায় রাত সাড়ে ৩টা। ফেরি পার হয়ে চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। যাত্রীরা অনেকবার বললেও তিনি শোনেননি।
আবুল কালাম পিরোজপুরের নেছারাবাদ যাওয়ার জন্য সাভার থেকে বাসটিতে উঠেছিলেন। আর ১৫ মিনিট পর তাঁর বরিশালের গড়িয়ারপাড় নামার কথা ছিল। কিন্তু এর আগেই বাসটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় হাত-পা ভেঙে গেছে তাঁর।
বরিশাল নগরের সদর রোডের বাসিন্দা মিলন দাস (৩৪) যমুনা লাইনের বাসটির যাত্রী ছিলেন। গুরুতর আহত হয়ে শেবাচিমে চিকিৎসাধীন। তিনি বলেন, ‘তখন ভোররাত। বাইরে অন্ধকার ও বৃষ্টি। অধিকাংশ যাত্রী ছিলেন ঘুমে। হঠাৎ বিকট আওয়াজ। রাস্তার পাশের গাছে প্রচণ্ড জোরে ধাক্কা খেল বাসটি। আমি বাসের মাঝামাঝি জানালার পাশে বসেছিলাম। গাছের সঙ্গে ধাক্কা লাগার পর জানালা ভেঙে ছিটকে বাইরে পড়ে যাই। চালকের বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।’
এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রত্যেকের মরদেহ দাফনে ২০ হাজার টাকা ও দুর্ঘটনায় আহত প্রত্যেককে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
এ ঘটনায় বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল জানান, এ দুর্ঘটনায় যমুনা লাইন পরিবহন উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত গাড়ির চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
৩ ঘণ্টা আগে