Ajker Patrika

বাউফলে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে সরকারি জায়গায় নির্মিত আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা
পটুয়াখালীর বাউফলে সরকারি জায়গায় নির্মিত আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর বাউফলে সরকারি খালের জায়গা দখল করে নির্মিত ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় এক্সকাভেটর (খনন যন্ত্র) দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার উপজেলার কালিশুরী বাজারসংলগ্ন এলাকায় এই উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু।

বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কালিশুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নেছার উদ্দিন সিকদার জামাল বাজারসংলগ্ন খাল দখল করে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করেন। তিনি ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ঘনিষ্ঠজন।

এ কারণে প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারেনি। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চেয়ারম্যান নেছার আত্মগোপনে চলে যান। এর পর থেকে তালাবদ্ধ ছিল কার্যালয়টি। এখন তা উচ্ছেদ করা হলো।

কালিশুরী বাজার কমিটির সভাপতি মো. ফয়সাল মোল্লা জানান, এই উদ্যোগের ফলে কালিশুরী বাজারের জলাবদ্ধতা নিরসনের পথ উন্মুক্ত হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার বলেন, ‘একাধিকবার নোটিশ দেওয়া হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেননি আওয়ামী লীগ নেতা নেছার উদ্দিন সিকদার জামাল। এ কারণে উচ্ছেদ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত