Ajker Patrika

ঝালকাঠিতে সড়ক পরিষ্কার করছেন শিক্ষার্থীরা

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে সড়ক পরিষ্কার করছেন শিক্ষার্থীরা

ঝালকাঠির রাজাপুরে ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে মাঠে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেন শিক্ষার্থীরা।  ছবি: আজকের পত্রিকাআজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এই কার্যক্রমে অংশ নেন। আওয়ামী লীগের অফিসের সামনের সড়কে, ভেতরে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, মুক্তিযোদ্ধা ভবনের সামনেসহ জেলার বিভিন্ন জায়গায় পড়ে থাকা ময়লা-আবর্জনা, ইটের টুকরা, পুড়ে যাওয়া জিনিসপত্র পরিষ্কার করেন শিক্ষার্থীরা।

পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেন শিক্ষার্থীরা।  ছবি: আজকের পত্রিকাসরেজমিনে দেখা যায়, হাতের গ্লাভস পড়ে, মুখে মাস্ক দিয়ে ঝাড়ু নিয়ে শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই সড়ক পরিষ্কার করেন। শিক্ষার্থীরা রাস্তায় থাকা জিনিসপত্র কুড়িয়ে নির্দিষ্ট পাত্রে রাখছেন। ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন সড়ক।

পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেন শিক্ষার্থীরা।  ছবি: আজকের পত্রিকাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজাপুর উপজেলার প্রধান সমন্বয়ক মো. নাঈম হাসান ঈমন আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশটা আমাদের সবার। দেশের সম্পদ রক্ষার দায়িত্বও আমাদের। আমরা ব্যক্তিগত উদ্যোগে এই কাজে নেমেছি। পোড়া জিনিসপত্র পড়ে সড়ক অপরিষ্কার থাকায় জনগণ রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। তাই জনগণের সুবিধার্থে সড়ক পরিষ্কারের কাজ করেছি। আমাদের দেশটা যাতে সুন্দর থাকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত