Ajker Patrika

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলায় মৃত্যু বেড়ে ৪  

ভোলা প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১২: ০০
Thumbnail image

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলায় গাছচাপায়, আতঙ্কে ও নদীতে ডুবে এখন পর্যন্ত চারজন মারা গেছেন। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিহতরা হলেন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. মফিজল ইসলাম (৬০), দৌলতখান উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ডের বিবি খাদিজা (৮০), চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার চেয়ারম্যান বাজারের মো. মনিরুল ইসলাম (৩০) ও লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জের ফাতেমাবাদ এলাকার আয়শা বেগম (৩০)। এ ছাড়া দেবীরচর এলাকায় অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে মফিজল ইসলাম, বিবি খাদিজা ও মনিরুল ইসলাম মারা গেছেন।

ভোলা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন আজকের পত্রিকাকে বলেন, আমরা সরকারিভাবে এখন পর্যন্ত দুজন মারা গেছেন বলে খবর পেয়েছি। মৃতদের প্রত্যেকের দাফন ও সৎকারের জন্য সরকারিভাবে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

এছাড়া অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ তেঁতুলিয়া নদীতে ভেসে এসেছে বলে ওসি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত