Ajker Patrika

প্রেমিকার অবৈধ গর্ভপাত, ধর্ষণ মামলায় তরুণ কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি  
রাজাপুরে ধর্ষণ মামলায় তরুণ কারাগারে। ছবি: আজকের পত্রিকা
রাজাপুরে ধর্ষণ মামলায় তরুণ কারাগারে। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির রাজাপুরে প্রেমিকাকে অবৈধ গর্ভপাত করানোর অভিযোগে কাজী ফাহাদ (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

গ্রেপ্তার ফাহাদ রাজাপুরের অঙ্গারিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগী বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সহপাঠী হওয়ার সুবাদে ভুক্তভোগীর সঙ্গে ফাহাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে তাঁদের মধ্যে কয়েকবার শারীরিক সম্পর্কের একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

পরে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে ফাহাদ কৌশলে গত ২৬ ফেব্রুয়ারি ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান। এতে ভুক্তভোগী গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবার বিস্তারিত ঘটনা জানতে পারে এবং আইনের আশ্রয় নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের প্রলোভনে সহপাঠীকে ধর্ষণের অভিযোগের মামলা করার ৪ ঘণ্টার মধ্যে কাজী ফাহাদ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

ইতিহাসে প্রথম আপিল বিভাগে চেম্বার আদালত বেড়ে দুটি হলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত