Ajker Patrika

দুদিনেও উদ্ধার হয়নি কার্গো, মেঘনায় ছড়িয়ে পড়ছে জ্বালানি তেল

ভোলা প্রতিনিধি
দুদিনেও উদ্ধার হয়নি কার্গো, মেঘনায় ছড়িয়ে পড়ছে জ্বালানি তেল

ভোলায় মেঘনা নদীতে দুটি কার্গো জাহাজের মুখোমুখি সংঘর্ষ ঘটে গতকাল রোববার সকালে। এ সময় ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ অর্ধেক ডুবে যায় এমভি সাগর নন্দিনী জাহাজটি। আজ সোমবার বিকেল পর্যন্ত জাহাজটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে উদ্ধারে বিলম্ব হওয়ায় জাহাজটি ধীরে ধীরে নদীতে তলিয়ে যাচ্ছে। ছড়িয়ে পড়ছে তেল। উদ্ধারে আরও কত সময় লাগবে সেটিও স্পষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ।

গতকাল সকালে ভোলা সদর উপজেলার তুলাতলি এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জ্বালানি তেলগুলো মেঘনা নদীর পানিতে ভেসে যাচ্ছে। ভয়াবহ পরিবেশ দূষণের আশঙ্কা করা হচ্ছে। 

দুর্ঘটনার পর থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে জাহাজটির নিরাপত্তা নিশ্চিতে অবস্থান নিয়েছেন। তাঁরা একটি ল্যামর সংযোজিত অত্যাধুনিক বোটের মাধ্যমে পানিতে নিঃসৃত তেল আলাদা করার চেষ্টা করছেন। এরই মধ্যে অনেক তেল পানি থেকে আলাদা করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। 

মেঘনা থেকে দ্রুত পুরো তেল অপসারণ করা না হলে মাছের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তেলের দুর্গন্ধে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। 

বিআইডব্লিউটিএর ডুবুরি ইমাম হোসেন বলেন, ‘কার্গোটি বর্তমানে পানির ৫৫ ফুট নিচে রয়েছে। এটি ধীরে ধীরে নদীতে তলিয়ে যাচ্ছে। দ্রুত উদ্ধার করা না হলে পুরোপুরি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’ 

দুর্ঘটনাকবলিত কার্গো সাগর নন্দিনী-২ এর মাস্টার মাসুদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার দিন শুধু এক থেকে দেড় হাজার লিটার তেল উদ্ধার গেছে। বাকি সব তেল পানিতে ভেসে গেছে। এতে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে।’ 

কার্গোর মাস্টার আরও বলেন, ‘এটি উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকারী জাহাজের সক্ষমতা না থাকায় উদ্ধার অভিযান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কবে নাগাদ কার্গোটি পুরোপুরি উদ্ধার হবে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।’ 

কার্গো উদ্ধারে সক্ষমতা না থাকার কথা স্বীকার করে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. আব্দুস সালাম বলেন, ‘আমরা কার্গোটির মালিকপক্ষকে ব্যক্তিগত উদ্যোগে উদ্ধার করতে বলেছি। কারণ এটির ওজন বেশি থাকায় উদ্ধারকারী জাহাজের সক্ষমতা নেই। তেলের কারণেও পানিতে কিছুটা প্রভাব পড়ছে।’

এদিকে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এবং পদ্মা অয়েল কোম্পানির পক্ষ থেকে আলাদা কমিটি গঠন করা হয়েছে। আগামী চার কর্ম দিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

এ বিষয়ে ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে এখনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। জাহাজও উদ্ধার করা হয়নি। তবে, উদ্ধার কাজ চলছে। এটা টেনে তোলা সম্ভব নয়। উদ্ধারকারী জাহাজ লাগবে। সেটা আনার জন্য লেখা হয়েছে। সেটা আসলে উদ্ধার করা হবে। ডুবন্ত জাহাজটি উদ্ধার করতে একটু সময় লাগবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত