Ajker Patrika

কারাগারে আসার ১ মাসের মাথায় কয়েদির আকস্মিক মৃত্যু 

পটুয়াখালী প্রতিনিধি
কারাগারে আসার ১ মাসের মাথায় কয়েদির আকস্মিক মৃত্যু 

পটুয়াখালী জেলা কারাগারে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ রোববার সাড়ে ১২টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

ওই কয়েদির নাম—ইসমাইল হাওলাদার (৪৬)। তিনি কলাপাড়া উপজেলার পশ্চিম সোনাতলা এলাকার নুরুল হকের ছেলে। ইসমাইলের কয়েদি নম্বর ৩৫৩৪ /এ। গত ২৯ জুলাই থেকে দণ্ডবিধির ৪২০ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন, পটুয়াখালী কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম। 

তিনি আজকের পত্রিকাকে জানান, গত ২৯ জুলাই ৪২০ ধারায় বিনাশ্রম দণ্ডপ্রাপ্ত হয়ে ওই আসামি কারাগারে আসেন। গত বৃহস্পতিবার তিনি বুকে ব্যথা অনুভব করলে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার উন্নতি না হলে রোববার সকাল ৯টা ২০ মিনিটে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। পরে সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

জেল সুপার বলেন, ‘মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসক অ্যাকিউট হেপাটিক ফেইলর বলে উল্লেখ করেছেন। মরদেহ বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত