Ajker Patrika

বাবুগঞ্জে ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৪৪
বাবুগঞ্জে ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন (রাজার ব্যার) খালের ওপর থাকা আয়রন সেতুটি ভেঙে পড়েছে। সেতুর সঙ্গে পানিতে পড়ে গেছে পাথরবোঝাই একটি ট্রাক। এতে বরিশাল জেলা শহরের সঙ্গে বানারীপাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বরিশাল-বানারীপাড়া মহাসড়কের মাধবপাশার এই ব্রিজ ভেঙে পড়ায় সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। 

আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন। 

বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, ১৬ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদসংলগ্ন খালের ওপর নির্মিত ৬০ মিটার দৈর্ঘ্যের বেইলি সেতুটি নির্মিত হয়। পুরোনো এই সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামালবোঝাই যানবাহন চলাচল করতে থাকে। এ অবস্থায় বুধবার সকালের দিকে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বরিশাল থেকে বানারীপাড়ার উদ্দেশে পার হওয়ার সময় সেতুটি ভেঙে খালের পানিতে পড়ে যায়। 

বাদলা গ্রামের মো. শাহজাহান নামের এক প্রত্যক্ষদর্শী জানান, বরিশাল থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৩-০৯২৫) বানারীপাড়ার দিকে যাচ্ছিল। ব্রিজের মাঝ বরাবর এলে সেটি আংশিক ভেঙে ট্রাকসহ খালে পড়ে যায়। এতে চালকসহ হেলপার সামান্য আহত হন। এরপর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেতুর দুই পাশে আটকা পড়েছে এই সড়কে চলাচল কারা কয়েক শতাধিক যানবাহন। দুর্ভোগে পড়েছে হাজারো যাত্রী। 

ব্রিজ ভেঙে যাওয়ায় চরম ভোগান্তি নিয়ে পারাপার করছেন যাত্রীরাপথচারী মো. সুমন হাওলাদার, মোসা. আছিয়া বেগম, স্কুলছাত্রী তানিয়া আক্তারসহ একাধিক পথচারী জানায়, ব্রিজটি ভেঙে যাওয়ায় বরিশালে যেতে তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। তারা অনতিবিলম্বে ব্রিজটি মেরামতের জন্য স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে। 

বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, বরিশাল জেলা ও বাবুগঞ্জ উপজেলার সঙ্গে বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলার সঙ্গে যোগাযোগে সরাসরি বাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন ওই সেতু দিয়ে চলাচল করে। সেতুটি ভেঙে পড়ায় জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে এসব এলাকার লক্ষাধিক মানুষ। 

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, ভেঙে পড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত