আল-আমিন রাজু, ঝালকাঠি থেকে
বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০-এ আগুনের সূত্রপাত ইঞ্জিনরুম থেকেই হয়েছে। লঞ্চের দুটি ইঞ্জিনের একটির ছয়টি ইন্ডিকেটর কভারের মধ্যে ৩ নম্বর নাট (নজেল) ঢিলা পাওয়া গেছে। এ ছাড়া একই ইঞ্জিনের ৬ নম্বর সিলিন্ডার হেডের কভার ভাঙা পাওয়া গেছে। এসব আলামতের ভিত্তিতে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল আহমেদের নেতৃত্বে ঝলসে যাওয়া অভিযান-১০-এ পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। তাঁরা প্রথমে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি খতিয়ে দেখেন।
এ সময় তদন্ত কমিটির সদস্য ফরেন মেরিন ইঞ্জিনিয়ার তাইফুর আহমেদ ভুইয়া প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত করেন। পরীক্ষা-নিরীক্ষা করে তিনি ইঞ্জিনের ৩ নম্বর ইন্ডিকেটরটির কভারের নাট ঢিলা পান। এ ছাড়া ইঞ্জিনের ৬ নম্বর সিলিন্ডার হেড ভাঙা দেখতে পান।
বিষয়টি আরও নিশ্চিত হতে ডাকা হয় ঝালকাঠি লঞ্চ টার্মিনালের পাশে রাখা সুন্দরবন-১২ লঞ্চের দুই মাস্টারকে। তাঁদের মধ্যে মোস্তফা মীর প্রথম ক্লাস ও মো. জালাল সেকেন্ড ক্লাস মাস্টার। প্রায় ১০ মিনিট তাঁদের এ বিষয়ে মন্তব্য করতে বলা হয়। মন্তব্য শেষে তদন্ত কমিটির সদস্যরা তাঁদের বিভিন্ন প্রশ্ন করেন। তাঁরা অভিজ্ঞতা থেকে প্রশ্নের উত্তর দেন। এরপর এ বিষয়ে আরও নিশ্চিত হতে ডাকা হয় বিআইডব্লিউটিএর জাহাজ দুর্বার-এর মাস্টার আনিসুর রহমানকে। তিনিও ইন্ডিকেটর কভারের নাট ঢিলা থাকলে আগুন লাগতে পারে বলে নিশ্চিত করেন। এ ছাড়া আগুনের তীব্রতার কারণে ৬ নম্বর সিলিন্ডার হেড ফেটে যায় বলে জানান। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করা হয়।
তদন্ত কমিটির সদস্যরা ঘুরে ঘুরে ইঞ্জিনরুমের ইলেকট্রনিক সার্কিট ও বোর্ডের বিভিন্ন যন্ত্রপাতিও খতিয়ে দেখেন। ৪০ মিনিটেরও বেশি ইঞ্জিনরুমে অবস্থান শেষে লঞ্চ ঘুরে দেখেন তদন্ত কমিটির সদস্যরা। এরপর সাংবাদিকদের সঙ্গে তদন্তের বিষয়ে কথা বলেন।
আগুনের সূত্রপাতের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা প্রাথমিক একটি ধারণা পেয়েছি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করতে হবে। এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থলসহ কয়েকটি স্থান পরিদর্শন করেছি। হাসপাতাল পরিদর্শন শেষে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে লঞ্চে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল এবং লঞ্চে প্রথম শ্রেণির মাস্টার থাকার কথা থাকলেও ছিল না বলে অভিযোগ উঠেছে। এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘আমরা বেশ কিছু কাগজপত্র পেয়েছি। এ ছাড়া মালিক ও লঞ্চের কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে বলা যাবে।’
কারও গাফিলতি ছিল কি না? আর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে এই যুগ্ম সচিব বলেন, ‘কারও গাফিলতি ছিল কি না, তদন্ত শেষে বলা যাবে। আর আমরা তদন্তের জন্য তিন দিন সময় পেয়েছি। এর মধ্যে আমাদের ঢাকা থেকে আসতে হয়েছে, ঘটনাস্থলসহ কয়েকটি স্থানে গিয়েছি। কিছু ভুক্তভোগী বরগুনা আছেন। আমাদের সেখানে যেতে হবে। হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলতে হবে। সব মিলিয়ে যথা সময়ে রিপোর্ট দেওয়া কঠিন। তারপরও আমরা চেষ্টা করব।’
বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০-এ আগুনের সূত্রপাত ইঞ্জিনরুম থেকেই হয়েছে। লঞ্চের দুটি ইঞ্জিনের একটির ছয়টি ইন্ডিকেটর কভারের মধ্যে ৩ নম্বর নাট (নজেল) ঢিলা পাওয়া গেছে। এ ছাড়া একই ইঞ্জিনের ৬ নম্বর সিলিন্ডার হেডের কভার ভাঙা পাওয়া গেছে। এসব আলামতের ভিত্তিতে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল আহমেদের নেতৃত্বে ঝলসে যাওয়া অভিযান-১০-এ পরিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা। তাঁরা প্রথমে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি খতিয়ে দেখেন।
এ সময় তদন্ত কমিটির সদস্য ফরেন মেরিন ইঞ্জিনিয়ার তাইফুর আহমেদ ভুইয়া প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত করেন। পরীক্ষা-নিরীক্ষা করে তিনি ইঞ্জিনের ৩ নম্বর ইন্ডিকেটরটির কভারের নাট ঢিলা পান। এ ছাড়া ইঞ্জিনের ৬ নম্বর সিলিন্ডার হেড ভাঙা দেখতে পান।
বিষয়টি আরও নিশ্চিত হতে ডাকা হয় ঝালকাঠি লঞ্চ টার্মিনালের পাশে রাখা সুন্দরবন-১২ লঞ্চের দুই মাস্টারকে। তাঁদের মধ্যে মোস্তফা মীর প্রথম ক্লাস ও মো. জালাল সেকেন্ড ক্লাস মাস্টার। প্রায় ১০ মিনিট তাঁদের এ বিষয়ে মন্তব্য করতে বলা হয়। মন্তব্য শেষে তদন্ত কমিটির সদস্যরা তাঁদের বিভিন্ন প্রশ্ন করেন। তাঁরা অভিজ্ঞতা থেকে প্রশ্নের উত্তর দেন। এরপর এ বিষয়ে আরও নিশ্চিত হতে ডাকা হয় বিআইডব্লিউটিএর জাহাজ দুর্বার-এর মাস্টার আনিসুর রহমানকে। তিনিও ইন্ডিকেটর কভারের নাট ঢিলা থাকলে আগুন লাগতে পারে বলে নিশ্চিত করেন। এ ছাড়া আগুনের তীব্রতার কারণে ৬ নম্বর সিলিন্ডার হেড ফেটে যায় বলে জানান। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করা হয়।
তদন্ত কমিটির সদস্যরা ঘুরে ঘুরে ইঞ্জিনরুমের ইলেকট্রনিক সার্কিট ও বোর্ডের বিভিন্ন যন্ত্রপাতিও খতিয়ে দেখেন। ৪০ মিনিটেরও বেশি ইঞ্জিনরুমে অবস্থান শেষে লঞ্চ ঘুরে দেখেন তদন্ত কমিটির সদস্যরা। এরপর সাংবাদিকদের সঙ্গে তদন্তের বিষয়ে কথা বলেন।
আগুনের সূত্রপাতের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা প্রাথমিক একটি ধারণা পেয়েছি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করতে হবে। এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থলসহ কয়েকটি স্থান পরিদর্শন করেছি। হাসপাতাল পরিদর্শন শেষে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে লঞ্চে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল এবং লঞ্চে প্রথম শ্রেণির মাস্টার থাকার কথা থাকলেও ছিল না বলে অভিযোগ উঠেছে। এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘আমরা বেশ কিছু কাগজপত্র পেয়েছি। এ ছাড়া মালিক ও লঞ্চের কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে বলা যাবে।’
কারও গাফিলতি ছিল কি না? আর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে এই যুগ্ম সচিব বলেন, ‘কারও গাফিলতি ছিল কি না, তদন্ত শেষে বলা যাবে। আর আমরা তদন্তের জন্য তিন দিন সময় পেয়েছি। এর মধ্যে আমাদের ঢাকা থেকে আসতে হয়েছে, ঘটনাস্থলসহ কয়েকটি স্থানে গিয়েছি। কিছু ভুক্তভোগী বরগুনা আছেন। আমাদের সেখানে যেতে হবে। হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলতে হবে। সব মিলিয়ে যথা সময়ে রিপোর্ট দেওয়া কঠিন। তারপরও আমরা চেষ্টা করব।’
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
২ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
২ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
২ ঘণ্টা আগে