নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট ইজারামুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন চরমোনাইর বাসিন্দারা। মঙ্গলবার (১১ মার্চ) খেয়াঘাটের চরমোনাই প্রান্তে বিকেলে এই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
ফয়জুল করিম এ সময় বলেন, কীর্তনখোলার চরকাউয়া খেয়াঘাট ইজারামুক্ত। অথচ একই নদীর ওপর বেলতলার খেয়াঘাট ইজারা দেওয়া হচ্ছে। আগে এ ঘাটটি ইজারা দেওয়া হতো না।
তিনি বলেন, চরমোনাইর মানুষ গরিব। বেলতলা খেয়াঘাট থেকে চরমোনাইর হাজারো মানুষ নগরীতে কাজ করতে যান। এই যে আশ্রায়ণে কারা থাকে, গরিব মানুষ। অথচ একটি বাইসাইকেল পারাপারে নেওয়া হয় ১০ টাকা। মোটরসাইকেল পারাপারে ৩০ টাকা। আসতে-যেতে মোটরসাইকেল ৬০ টাকা খরচ করলে বাজার করবে কি মানুষ?
ফয়জুল করিম বলেন, ‘এটা অবিচার। গত বছর এই ঘাট ১ কোটি ৫১ লাখ টাকা ইজারা হয়েছিল। এবার আরও বাড়লে জনগণের ওপর প্রভাব পড়বে। জনগণের ওপর টোলের টাকা চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আমাদের আহ্বান গরিব মানুষের দিকে তাকিয়ে ইজারা বাতিল করা হোক। চরকাউয়া খেয়াঘাট ইজারামুক্ত হলে এটা কেন ইজারা দিতে হবে? মানুষের সঙ্গে জুলুম করা যাবে না, সাফ কথা।’
আয়োজকদের অন্যতম চরমোনাইর বাসিন্দা খন্দকার রাকিব বলেন, চরমোনাইর হাজার হাজার মানুষ এই খেয়া পেরিয়ে নগরে যায়। তাদের জীবন-জীবিকা নগরীতে। অথচ খেয়াঘাটে জুলুমবাজি চলছে। তারা এর প্রতিকার চান। বেলতলা খেয়াঘাট ইজারামুক্ত চান। অন্যথায় চরমোনাইবাসী কঠোর হবে।
এ ব্যাপারে বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, জেলা পরিষদের ঘাটটি আগে থেকেই ইজারা হয়ে আসছে। বেলতলা খেয়াঘাটের এবারও ইজারা যথারীতি চলবে। তবে ইজারাদার কর্তৃক অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট ইজারামুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন চরমোনাইর বাসিন্দারা। মঙ্গলবার (১১ মার্চ) খেয়াঘাটের চরমোনাই প্রান্তে বিকেলে এই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
ফয়জুল করিম এ সময় বলেন, কীর্তনখোলার চরকাউয়া খেয়াঘাট ইজারামুক্ত। অথচ একই নদীর ওপর বেলতলার খেয়াঘাট ইজারা দেওয়া হচ্ছে। আগে এ ঘাটটি ইজারা দেওয়া হতো না।
তিনি বলেন, চরমোনাইর মানুষ গরিব। বেলতলা খেয়াঘাট থেকে চরমোনাইর হাজারো মানুষ নগরীতে কাজ করতে যান। এই যে আশ্রায়ণে কারা থাকে, গরিব মানুষ। অথচ একটি বাইসাইকেল পারাপারে নেওয়া হয় ১০ টাকা। মোটরসাইকেল পারাপারে ৩০ টাকা। আসতে-যেতে মোটরসাইকেল ৬০ টাকা খরচ করলে বাজার করবে কি মানুষ?
ফয়জুল করিম বলেন, ‘এটা অবিচার। গত বছর এই ঘাট ১ কোটি ৫১ লাখ টাকা ইজারা হয়েছিল। এবার আরও বাড়লে জনগণের ওপর প্রভাব পড়বে। জনগণের ওপর টোলের টাকা চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আমাদের আহ্বান গরিব মানুষের দিকে তাকিয়ে ইজারা বাতিল করা হোক। চরকাউয়া খেয়াঘাট ইজারামুক্ত হলে এটা কেন ইজারা দিতে হবে? মানুষের সঙ্গে জুলুম করা যাবে না, সাফ কথা।’
আয়োজকদের অন্যতম চরমোনাইর বাসিন্দা খন্দকার রাকিব বলেন, চরমোনাইর হাজার হাজার মানুষ এই খেয়া পেরিয়ে নগরে যায়। তাদের জীবন-জীবিকা নগরীতে। অথচ খেয়াঘাটে জুলুমবাজি চলছে। তারা এর প্রতিকার চান। বেলতলা খেয়াঘাট ইজারামুক্ত চান। অন্যথায় চরমোনাইবাসী কঠোর হবে।
এ ব্যাপারে বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, জেলা পরিষদের ঘাটটি আগে থেকেই ইজারা হয়ে আসছে। বেলতলা খেয়াঘাটের এবারও ইজারা যথারীতি চলবে। তবে ইজারাদার কর্তৃক অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।
দুদকের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেকার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এবার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড
২২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে পাষবিক নির্যাতনের পর শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর মেঝেতে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় স্বামী। এঘটনায় বিক্ষুব্ধ জনতা মাদকাসক্ত স্বামীর দুটি বসতবাড়িতে আগুন দিয়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে বসতবাড়ি দুটি পুড়ে যায়।
২৭ মিনিট আগেএক বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ভোলার চরফ্যাশনের নিখোঁজ জেলে মো. শাহে আলমের। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ে ট্রলারডুবির পর নিখোঁজ হন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এভাবে হারিয়ে যাওয়া থমকে দিয়েছে তার স্ত্রী-সন্তানদের জীবন। আজও আশায় বুক বাঁধে শাহে আলমের পরিবার—হয়তো একদিন...
১ ঘণ্টা আগে