নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট ইজারামুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন চরমোনাইর বাসিন্দারা। মঙ্গলবার (১১ মার্চ) খেয়াঘাটের চরমোনাই প্রান্তে বিকেলে এই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
ফয়জুল করিম এ সময় বলেন, কীর্তনখোলার চরকাউয়া খেয়াঘাট ইজারামুক্ত। অথচ একই নদীর ওপর বেলতলার খেয়াঘাট ইজারা দেওয়া হচ্ছে। আগে এ ঘাটটি ইজারা দেওয়া হতো না।
তিনি বলেন, চরমোনাইর মানুষ গরিব। বেলতলা খেয়াঘাট থেকে চরমোনাইর হাজারো মানুষ নগরীতে কাজ করতে যান। এই যে আশ্রায়ণে কারা থাকে, গরিব মানুষ। অথচ একটি বাইসাইকেল পারাপারে নেওয়া হয় ১০ টাকা। মোটরসাইকেল পারাপারে ৩০ টাকা। আসতে-যেতে মোটরসাইকেল ৬০ টাকা খরচ করলে বাজার করবে কি মানুষ?
ফয়জুল করিম বলেন, ‘এটা অবিচার। গত বছর এই ঘাট ১ কোটি ৫১ লাখ টাকা ইজারা হয়েছিল। এবার আরও বাড়লে জনগণের ওপর প্রভাব পড়বে। জনগণের ওপর টোলের টাকা চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আমাদের আহ্বান গরিব মানুষের দিকে তাকিয়ে ইজারা বাতিল করা হোক। চরকাউয়া খেয়াঘাট ইজারামুক্ত হলে এটা কেন ইজারা দিতে হবে? মানুষের সঙ্গে জুলুম করা যাবে না, সাফ কথা।’
আয়োজকদের অন্যতম চরমোনাইর বাসিন্দা খন্দকার রাকিব বলেন, চরমোনাইর হাজার হাজার মানুষ এই খেয়া পেরিয়ে নগরে যায়। তাদের জীবন-জীবিকা নগরীতে। অথচ খেয়াঘাটে জুলুমবাজি চলছে। তারা এর প্রতিকার চান। বেলতলা খেয়াঘাট ইজারামুক্ত চান। অন্যথায় চরমোনাইবাসী কঠোর হবে।
এ ব্যাপারে বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, জেলা পরিষদের ঘাটটি আগে থেকেই ইজারা হয়ে আসছে। বেলতলা খেয়াঘাটের এবারও ইজারা যথারীতি চলবে। তবে ইজারাদার কর্তৃক অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল নগরীসংলগ্ন কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট ইজারামুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন চরমোনাইর বাসিন্দারা। মঙ্গলবার (১১ মার্চ) খেয়াঘাটের চরমোনাই প্রান্তে বিকেলে এই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
ফয়জুল করিম এ সময় বলেন, কীর্তনখোলার চরকাউয়া খেয়াঘাট ইজারামুক্ত। অথচ একই নদীর ওপর বেলতলার খেয়াঘাট ইজারা দেওয়া হচ্ছে। আগে এ ঘাটটি ইজারা দেওয়া হতো না।
তিনি বলেন, চরমোনাইর মানুষ গরিব। বেলতলা খেয়াঘাট থেকে চরমোনাইর হাজারো মানুষ নগরীতে কাজ করতে যান। এই যে আশ্রায়ণে কারা থাকে, গরিব মানুষ। অথচ একটি বাইসাইকেল পারাপারে নেওয়া হয় ১০ টাকা। মোটরসাইকেল পারাপারে ৩০ টাকা। আসতে-যেতে মোটরসাইকেল ৬০ টাকা খরচ করলে বাজার করবে কি মানুষ?
ফয়জুল করিম বলেন, ‘এটা অবিচার। গত বছর এই ঘাট ১ কোটি ৫১ লাখ টাকা ইজারা হয়েছিল। এবার আরও বাড়লে জনগণের ওপর প্রভাব পড়বে। জনগণের ওপর টোলের টাকা চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আমাদের আহ্বান গরিব মানুষের দিকে তাকিয়ে ইজারা বাতিল করা হোক। চরকাউয়া খেয়াঘাট ইজারামুক্ত হলে এটা কেন ইজারা দিতে হবে? মানুষের সঙ্গে জুলুম করা যাবে না, সাফ কথা।’
আয়োজকদের অন্যতম চরমোনাইর বাসিন্দা খন্দকার রাকিব বলেন, চরমোনাইর হাজার হাজার মানুষ এই খেয়া পেরিয়ে নগরে যায়। তাদের জীবন-জীবিকা নগরীতে। অথচ খেয়াঘাটে জুলুমবাজি চলছে। তারা এর প্রতিকার চান। বেলতলা খেয়াঘাট ইজারামুক্ত চান। অন্যথায় চরমোনাইবাসী কঠোর হবে।
এ ব্যাপারে বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন আজকের পত্রিকাকে বলেন, জেলা পরিষদের ঘাটটি আগে থেকেই ইজারা হয়ে আসছে। বেলতলা খেয়াঘাটের এবারও ইজারা যথারীতি চলবে। তবে ইজারাদার কর্তৃক অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৫ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৫ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে