Ajker Patrika

দোকান লিখে না দেওয়ায় ছেলের প্রহারে হাসপাতালে বাবা

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৩: ০৩
দোকান লিখে না দেওয়ায় ছেলের প্রহারে হাসপাতালে বাবা

বরগুনায় ছেলেকে দোকান লিখে না দেওয়ায় বাবাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দোকানের মালিক মোহাম্মদ শাহাবুদ্দিন হাওলাদার তাঁর ছেলে লিমনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

শাহাবুদ্দিন হাওলাদার জানান, তিনি  দীর্ঘদিন ধরে কৃষি ব্যাংকের বরগুনা শাখায় কর্মরত। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী ও কন্যাকে নিয়ে চরকলোনি এলাকায় বসবাস করেন। তানভির আহমেদ লিমন তাঁর প্রথম স্ত্রীর সন্তান। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা বসবাস করার লিমন তাঁর বাবার ওপর ক্ষিপ্ত ছিলের। বরগুনা শহরের সিলভার পূর্তিতে শাহাবুদ্দিনের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন লিমন। অনেক দিন ধরেই দোকানটি লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ প্রয়োগ করছিল লিমন। কিন্তু ছেলের প্রস্তাবে রাজি হননি বাবা শাহাবুদ্দিন।

এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১০টার দিকে লিমন বাবার দোকানে এসে তাঁর বাবাকে আবারও দোকান লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কিন্তু শাহাবুদ্দিন তাতে অস্বীকৃতি জানালে লিমন তাঁকে গালাগাল শুরু করেন। একপর্যায়ে মারতে রাস্তায় ফেলে ফেলে দিয়ে স্থান ত্যাগ করে।

এ প্রসঙ্গে শাহাবুদ্দিন বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে বাসা থেকে বের হলে লিমন আমাকে গাড়ি চাপা দিতে চায়, ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। এরপর আমি বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এলোপাতাড়ি মারধোর শুরু করে। আমি স্থানীয় লোকজনের সহায়তায় সেখান থেকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। ঘটনার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তাঁদের পরামর্শে থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি।’ 

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত