Ajker Patrika

ভোলায় নির্বাচনী সহিংসতায় নারীসহ আহত ৩০ 

ভোলা প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৪: ০০
ভোলায় নির্বাচনী সহিংসতায় নারীসহ আহত ৩০ 

ভোলার ভেদুরিয়া ইউনিয়নে ইউপি নির্বাচন সামনে রেখে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ২২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন—টিউবওয়েল প্রতীকের সমর্থক মো. আলমগীর, জসিম উদ্দিন, সাদ্দাম, মাইনুউদ্দিন, কহিনুর, বজলুর আলম, আশিক, রুবেল, সাকিব ও সালমা এবং বৈদ্যুতিক ফ্যান প্রতীকের অহিদুর রহমান, মো. রাকিব, হানিফ, আবু তাহের, আমির হোসেন, সালাউদ্দিন ও মিরাজ। বাকিদের নাম পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভেদুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লাল স্কুল এলাকায় টিউবওয়েল প্রতীকের মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ের সামনে দিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক ফ্যান প্রতীকের মেম্বার পদপ্রার্থী সিরাজ গোলদারের সমর্থকেরা নির্বাচনী মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজ গোলদারের সমর্থকেরা নুরুল ইসলামের নির্বাচনী কার্যালয়ের পাশে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে।   

এ সময় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী নুরুল ইসলাম বলেন, আমার ‘প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক ফ্যান প্রতীকের প্রার্থী গত নির্বাচনেও আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছিলেন। এখন তিনি আমার কর্মীদের নানাভাবে হুমকি দিয়ে আসছেন। এসব পরিস্থিতি মোকাবিলা করে আগামী ৫ জানুয়ারি অবাধ ও শান্তিপূর্ণ একটি নির্বাচনের দাবি জানাচ্ছি।’ 

হামলার বিষয়ে জানতে বৈদ্যুতিক ফ্যান প্রতীকের মেম্বার প্রার্থী সিরাজ গোলদারের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, দুই পক্ষ থেকেই মোবাইলে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। তবে কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত