Ajker Patrika

ভোলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

প্রতিনিধি
ভোলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

ভোলা: চরফ্যাশনে পৃথক বজ্রপাতের ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছেন। আজ সোমবার উপজেলার বেতুয়া সড়ক ও সামরাজ মৎস্যঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের শাহে আলম (৩৫) ও আসলামপুর ইউনিয়নের আলাউদ্দিন (৫০)।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন ও শশীভূষণ থানার ওসি হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। শাহে আলম কৃষক এবং আলাউদ্দিন ট্রাক্টর চালক ছিলেন বলে জানা গেছে।

আসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম সিরাজুল ইসলাম জানান, আজ দুপুরে আয়েশাবাগ এলাকায় শিমুল গাছ থেকে তুলা পাড়তে গিয়ে বজ্রাহত হন আলাউদ্দিন। তাঁকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তিনি মারা যান।

অপরদিকে হাজারিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন জানান, সামরাজ মৎস্যঘাট সংলগ্ন নতুন বেড়িবাঁধ এলাকায় কৃষক শাহে আলম ধান আনতে মাঠের দিকে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চরফ্যাশনের ইউএনও মো. রুহুল আমিন মৃত্যুর খবর নিশ্চত করে বলেন, দুই পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন বলেন, গত কয়েক দিনের প্রচণ্ড দাবদাহের পর আজ দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি হয়। বজ্রপাতে চরফ্যাশনের দুই ইউনিয়েনের দুজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের পোস্টে কমেন্ট করে বরখাস্ত মৎস্য মন্ত্রণালয়ের কর্মচারী

‘৩ শর্তে’ সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের বিক্ষোভ স্থগিত

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ: বিজেপি নেতা

চিরকুটে শিক্ষাব্যবস্থাকে দায়ী করে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত