পিরোজপুর প্রতিনিধি
হত্যার পরিকল্পনা ও চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে সদর থানায় করা হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির একটি মামলা রয়েছে।
মামলায় চাঁন মিয়া ছাড়াও তাঁর ছেলে মুরাদ হোসেন মাঝি, ভাগনে জেলা পরিষদের সাবেক সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার, হারুন অর রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু, মো. সাখাওয়াত হোসেন মল্লিকসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী শামীম বিন সাঈদীর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর পক্ষে বাদী মো. জহিরুল ইসলাম কলিম নির্বাচনী কাজ করতে ঢাকা থেকে পিরোজপুরের বাড়িতে আসেন। ওই বছরের ২৮ ডিসেম্বর কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝির নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী সদর উপজেলার দুর্গাপুর গ্রামের তাঁর গাড়ি ভাঙচুর এবং গাড়ির মধ্যে থাকা ধানের শীষ প্রতীকের পোস্টার ও লিফলেট ছিনিয়ে নেয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালের একটি ঘটনার বিষয়ে থানায় মামলা রুজুর পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামি চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হত্যার পরিকল্পনা ও চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে সদর থানায় করা হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির একটি মামলা রয়েছে।
মামলায় চাঁন মিয়া ছাড়াও তাঁর ছেলে মুরাদ হোসেন মাঝি, ভাগনে জেলা পরিষদের সাবেক সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার, হারুন অর রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু, মো. সাখাওয়াত হোসেন মল্লিকসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী শামীম বিন সাঈদীর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর পক্ষে বাদী মো. জহিরুল ইসলাম কলিম নির্বাচনী কাজ করতে ঢাকা থেকে পিরোজপুরের বাড়িতে আসেন। ওই বছরের ২৮ ডিসেম্বর কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝির নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী সদর উপজেলার দুর্গাপুর গ্রামের তাঁর গাড়ি ভাঙচুর এবং গাড়ির মধ্যে থাকা ধানের শীষ প্রতীকের পোস্টার ও লিফলেট ছিনিয়ে নেয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালের একটি ঘটনার বিষয়ে থানায় মামলা রুজুর পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আসামি চাঁন মিয়া মাঝিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
৩ মিনিট আগেখুলনা নগরীর পর এবার ডুমুরিয়া উপজেলায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের একজন গত শুক্রবার রাতে এবং অপরজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে মোহাম্মদ লালচান (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার রাতে জেলার সদর উপজেলার জোহুরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর তিনি ফিরে আসতে পারেননি এবং তাঁর কোনো খোঁজও মিলছে না। স্থানীয়দের কাছে থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন...
১৭ মিনিট আগেরাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল সমর্থনে বাস পোড়ানো-সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে সেগুলো পুরোনো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজ রোববারের (২০ জুলাই) ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপ
২৮ মিনিট আগে