Ajker Patrika

তারে ঝুলছিল কাল নাগিনী সাপ, ৫ ঘণ্টা বন্ধ বিদ্যুৎ সরবরাহ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৩৪
তারে ঝুলছিল কাল নাগিনী সাপ, ৫ ঘণ্টা বন্ধ বিদ্যুৎ সরবরাহ

পটুয়াখালী দশমিনায় বিদ্যুতের তারে কাল নাগিনী সাপ ওঠায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে বিদ্যুৎ সরবরাহ। আজ সোমবার সকাল ৮টায় দশমিনা সদরে পূজাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিদ্যুৎ কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বিদ্যুৎ চলে যায়। পুনরায় সকাল ৮টার সময় বিদ্যুৎ আসে। এ সময় পূজাখোলা এলাকার ৩৩ কেবি লাইনে বিকট শব্দ হয়। তৎক্ষণাৎ স্থানীয়রা দৌড়ে গেলে দেখতে পান বিদ্যুতের তারের ওপর দুটি সাপ ঝুলে আছে। পরে স্থানীয়রা বিদ্যুৎ কার্যালয়ে কল করেন। পরে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ কার্যালয়ের লোকজন এসে দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টার সাপ দুটিকে মৃত অবস্থায় নামায়। পাঁচ ঘণ্টা পর বিদ্যুৎ লাইন সচল হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান বলেন, ৩৩ কেবি বিদ্যুৎ লাইনে যে সাপ মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে তা কাল নাগিনী সাপ ছিল।

উপজেলা বিদ্যুৎ অফিসের এজিএম (ওঅ্যান্ডএম) মো. আবুল কালাম আযাদ আজকের পত্রিকাকে বলেন, পূজাখোলায় ৩৩ কেবি লাইনের তারে দুটি সাপ ছিল। এ কারণে লাইন সচল হওয়ার সময় ফল্ট করে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে পাঁচ ঘণ্টা। বিদ্যুৎ কার্যালয়ের লাইনম্যান সাপ দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করার পর লাইন সচল হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত