Ajker Patrika

বরিশাল রেঞ্জ পরিদর্শন করলেন আনসার মহাপরিচালক

বরিশাল রেঞ্জের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: সংগৃহীত
বরিশাল রেঞ্জের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গত বৃহস্পতিবার বরিশাল রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এ সময় তিনি বাহিনীর সর্বস্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে দেশের মানুষের নিরাপত্তা, আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক সংকট উত্তরণে আনসার বাহিনীর কার্যকরী ভূমিকা সংক্রান্ত দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

গত ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের নবজাগরণের ধারাবাহিকতায় বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও বৈষম্যহীন কল্যাণকর কার্যক্রমের জন্য গৃহীত চলমান সংস্কার কার্যক্রম সম্পর্কে তিনি সবাইকে সাধারণ ধারণা দেন। ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে দেশের আর্থ সামাজিক পট পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জোরালো উদ্যোগ ও সম্ভাবনায় অনুপ্রাণিত হয়ে স্বীয় ভূমিকা পুনর্জীবিত করার জন্য মহাপরিচালক নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় কৃষিনির্ভর বাংলাদেশে প্রান্তিক কৃষকদের সাহায্যে এগিয়ে এসেছে আনসার ও ভিডিপি সদস্যরা। ধান কেটে দেওয়ার মতো শ্রমসাধ্য কাজের মাধ্যমে সাধারণ কৃষকদের পাশে দাঁড়িয়ে তারা প্রত্যক্ষভাবে অবদান রাখছে খাদ্য নিরাপত্তায়। মহাপরিচালকের উদাত্ত আহ্বানে অনুপ্রাণিত হয়ে এ বছর দেশের ৬টি জেলায় ৫০০ জনেরও বেশি আনসার ও ভিডিপি সদস্য ধান কেটে ও মাড়াই করে দরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছা সেবার ভিত্তিতে।

বরিশাল রেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সব পর্যায়ের দায়বদ্ধতা ও অধীনস্থদের মৌলিক অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুসরণে আরও বেশি নিবেদিত হওয়ার আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সামাজিক সচেতনতা কার্যক্রম ও পরিবেশ রক্ষায় যথাযথ ভূমিকা রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। তরুণ সমাজের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও বেশি যুগোপযোগী ও বিভিন্ন মন্ত্রণালয়ের স্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে যুগপৎ কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজস্ব পেশাদারি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমকে গতিশীল ও নতুন প্রজন্মের কর্মক্ষেত্রগুলোর সঙ্গে সম্পৃক্ত করার জন্য মহাপরিচালক দিকনির্দেশনা প্রদান করেন।

মহাপরিচালক বলেন, জনগণের ট্যাক্সের টাকায় রাজস্ব খাতে বরাদ্দকৃত প্রতিটি পয়সার জবাবদিহি ও সমাজের উন্নয়নে দৃশ্যমান ফলাফল নিশ্চিত করতে হবে বাহিনীর প্রতিটি সদস্যকে।

বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে মহাপরিচালক বাহিনীর সদস্যদের আবাসনের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ প্রশিক্ষণ ও প্রশাসনিক লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকার জন্য দিকনির্দেশনা দেন। সক্ষমতা-মৌলিক অধিকার-কল্যাণ নিশ্চিতকরণে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পাদনে সবার সহযোগিতা ও অংশগ্রহণমূলক চেতনায় উজ্জীবিত হতে মহাপরিচালক অনুপ্রেরণা প্রদানপূর্বক পরিদর্শন শেষ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত