Ajker Patrika

কুয়াকাটা সৈকতে ভেসে থাকা লাশের পরিচয় জানে না পুলিশ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটা সৈকতে ভেসে থাকা লাশের পরিচয় জানে না পুলিশ 

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ সোমবার সকালে সৈকতের পূর্বদিকে গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানায়, গত দু–তিন দিন আগে ওই ব্যক্তিকে এলাকায় বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে। সমুদ্র তীরবর্তী স্থানে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেয়। 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর শোনার সঙ্গে সঙ্গে একটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। তাঁর আনুমানিক বয়স ৩৫। আর স্থানীয়দের থেকে পাওয়া তথ্য অনুযায়ী ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। 

দেলোয়ার হোসেন আরও জানান, প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। যেহেতু তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি; তাই তাঁর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় পাওয়ার চেষ্টা করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত