Ajker Patrika

আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে: বরিশালের সমাবেশে ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৩৯
আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে: বরিশালের সমাবেশে ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষ গণতন্ত্র চায়। স্বাধীনতার ৫০ বছর পরও বাংলাদেশের মানুষ স্বাধীনতা ও গণতন্ত্র বঞ্চিত। কেন দিনের ভোট রাতে হয় বিদেশিরা তা জানতে চায়। এই অনির্বাচিত সরকারকে বিদায় নিতে হবে। এ সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করে দিয়েছে। টেলিভিশন, সংবাদপত্র দখল করেছে। আজ শনিবার বিকেলে বরিশাল জিলা স্কুল মাঠে দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান এসব কথা বলেন। 

একই সময়ে নগর ভবনের সামনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমাবেশ ডাকলেও কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই দুটি সমাবেশ শেষ হয়েছে। 

নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে ড. আব্দুল মঈন খান আরও বলেন, বিএনপির ১০টি সমাবেশে প্রায় ১ কোটি মানুষকে সম্পৃক্ত করেছি। আমরা কর্মী ভাড়া করে আনিনি। তিনি বলেন, সরকার বাংলাদেশকে একটি মগের মুল্লকে পরিণত করেছে। ১ লাখ মামলায় নেতা-কর্মীদের হয়রানি করছে। এভাবে একটা দেশ চলতে পারে না। তিনি বলেন, ক্ষমতায় বসে অত্যাচার, জুলুম করা যায়, মানুষের হৃদয় জয় করা যায় না। বিএনপির সংগ্রাম ক্ষমতার জন্য নয়। 

সমাবেশে বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল, বিএনপির যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকসি জাহান শিরিন, মিডিয়া শেলের প্রধান জহির উদ্দির স্বপন, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, এবিএম মোশাররফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, উপদপ্তর সম্পাদক মনির হোসেন প্রমুখ।

এর আগে দুপুরের মধ্যে জিলা স্কুল মাঠ ভরে আশপাশের সড়কেরও নেতা-কর্মীরা অবস্থান নেন। সমাবেশ চলাকালে অতিথিদের সামনে কয়েক দফায় হাতাহাতিও হয়েছে। সমাবেশে আসার পথে নগরের বিভিন্ন ওয়ার্ডে মিছিলে বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত