নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে পিটিয়ে হত্যার ঘটনায় আজ বুধবার নিহতের স্ত্রী থানায় মামলা করেছেন। এতে ইউপির বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার ২ নম্বর আসামি শংকর সরকারসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন বাবুল হাওলাদার, তাপস মজুমদার ও স্বাধীন হালদার। তাঁরা কুড়িয়ানা গ্রামের বাসিন্দা। বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।
আজ সকালে নেছারাবাদ থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, ‘নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।’
মামলার এজাহার থেকে জানা গেছে, শেখর কুমার সিকদার ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে ইউপি নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে পূর্ববিরোধ চলছিল। এদিকে গতকাল মঙ্গলবার সকালে শেখর কুমার সিকদার কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে কুড়িয়ানা বাজারে পৌঁছান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার ও তাঁর লোকজন শেখরকে মারতে থাকেন। একপর্যায়ে তাঁকে লাথি-কিল-ঘুষি মেরে নিস্তেজ করে ফেলে চলে যান তাঁরা। শেখরকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুরের পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘ক্রীড়ানুষ্ঠানে দাওয়াত কার্ডে নাম রাখা নিয়ে সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যানের মধ্য কুড়িয়ানা বাজারে বসে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়েরই মধ্য হাতাহাতি শুরু হয়। অভিযোগে জানতে পেরেছি, এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমারের মাথার নিচের দিকে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের সঙ্গে থাকা শংকর সরকার আঘাত করেন। এরপর পুনরায় শেখরকে কিল-ঘুষি মারেন। শেখরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই দিনই প্রাথমিক অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।’
আজ নিহতের স্ত্রী মালা রানী মণ্ডল বাদী হয়ে ১৫ জনের নামসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন বলে জানান পুলিশ সুপার।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে পিটিয়ে হত্যার ঘটনায় আজ বুধবার নিহতের স্ত্রী থানায় মামলা করেছেন। এতে ইউপির বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার ২ নম্বর আসামি শংকর সরকারসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন বাবুল হাওলাদার, তাপস মজুমদার ও স্বাধীন হালদার। তাঁরা কুড়িয়ানা গ্রামের বাসিন্দা। বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।
আজ সকালে নেছারাবাদ থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, ‘নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।’
মামলার এজাহার থেকে জানা গেছে, শেখর কুমার সিকদার ও বর্তমান চেয়ারম্যানের মধ্যে ইউপি নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে পূর্ববিরোধ চলছিল। এদিকে গতকাল মঙ্গলবার সকালে শেখর কুমার সিকদার কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে কুড়িয়ানা বাজারে পৌঁছান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার ও তাঁর লোকজন শেখরকে মারতে থাকেন। একপর্যায়ে তাঁকে লাথি-কিল-ঘুষি মেরে নিস্তেজ করে ফেলে চলে যান তাঁরা। শেখরকে উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুরের পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘ক্রীড়ানুষ্ঠানে দাওয়াত কার্ডে নাম রাখা নিয়ে সাবেক ও বর্তমান দুই ইউপি চেয়ারম্যানের মধ্য কুড়িয়ানা বাজারে বসে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়েরই মধ্য হাতাহাতি শুরু হয়। অভিযোগে জানতে পেরেছি, এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমারের মাথার নিচের দিকে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের সঙ্গে থাকা শংকর সরকার আঘাত করেন। এরপর পুনরায় শেখরকে কিল-ঘুষি মারেন। শেখরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ওই দিনই প্রাথমিক অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।’
আজ নিহতের স্ত্রী মালা রানী মণ্ডল বাদী হয়ে ১৫ জনের নামসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন বলে জানান পুলিশ সুপার।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে