পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি
হারিয়ে যাওয়া পোষা বিড়াল খুঁজে পেতে শহরে পোস্টার লাগিয়েছেন মালিক। সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন, যিনি প্রাণীটির সন্ধান দিতে পারবেন, তাঁকে পুরস্কৃত করা হবে।
বরগুনার পাথরঘাটা শহরের গুরুত্বপূর্ণ স্থানে এমন পোস্টার সাঁটিয়েছেন বিড়ালের মালিক তানিয়া আক্তার। তিনি পাথরঘাটা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পোস্টারে লেখা রয়েছে, ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পাথরঘাটা বাজার (গোলচত্বর) থেকে বিড়ালটি হারিয়ে গেছে। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন, দয়া করে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। সন্ধান দিতে পারলে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। বিড়ালটির বিবরণ হিসেবে গায়ের ‘মাটি মাটি শেওলা’ রং ও গলায় একটি ঘণ্টা বাঁধা রয়েছে বলে উল্লেখ করা হয়।
তানিয়া জানান, তাঁর শখের বিড়ালটি এক মাস আগে হারিয়ে যায়। এর পর থেকে প্রতিদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোথাও পাননি। শেষে দুই দিন আগে শহরে পোস্টার সাঁটিয়ে ১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পাথরঘাটার বিভিন্ন গ্রুপে বিড়ালটির সন্ধান চেয়ে পোস্ট করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেছেন, বিড়ালটিকে সম্প্রতি পাথরঘাটার নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাইম হাওলাদার। তিনি আজকের পত্রিকাকে জানান, গলায় ঘণ্টা দেওয়া একটি বিড়ালকে তাঁদের অপেক্ষাগারে ঘুরতে দেখেছেন।
খবর পেয়ে প্রতিদিন কয়েকবার সেখানে এসে বিড়ালটিকে খুঁজছেন তানিয়া। তাঁর বাবা মঞ্জুরুল ইসলাম জানান, তানিয়া ছয় মাস ধরে বিড়ালটিকে পুষছিলেন। বিড়ালটি হারিয়ে তিনি কয়েক দিন খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন। প্রাণীটি হারানোর এক মাস হলেও এখনো ফিরে পাওয়ার আশায় রয়েছেন তানিয়া।
হারিয়ে যাওয়া পোষা বিড়াল খুঁজে পেতে শহরে পোস্টার লাগিয়েছেন মালিক। সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন, যিনি প্রাণীটির সন্ধান দিতে পারবেন, তাঁকে পুরস্কৃত করা হবে।
বরগুনার পাথরঘাটা শহরের গুরুত্বপূর্ণ স্থানে এমন পোস্টার সাঁটিয়েছেন বিড়ালের মালিক তানিয়া আক্তার। তিনি পাথরঘাটা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পোস্টারে লেখা রয়েছে, ১০ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পাথরঘাটা বাজার (গোলচত্বর) থেকে বিড়ালটি হারিয়ে গেছে। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন, দয়া করে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। সন্ধান দিতে পারলে ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। বিড়ালটির বিবরণ হিসেবে গায়ের ‘মাটি মাটি শেওলা’ রং ও গলায় একটি ঘণ্টা বাঁধা রয়েছে বলে উল্লেখ করা হয়।
তানিয়া জানান, তাঁর শখের বিড়ালটি এক মাস আগে হারিয়ে যায়। এর পর থেকে প্রতিদিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোথাও পাননি। শেষে দুই দিন আগে শহরে পোস্টার সাঁটিয়ে ১ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পাথরঘাটার বিভিন্ন গ্রুপে বিড়ালটির সন্ধান চেয়ে পোস্ট করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেছেন, বিড়ালটিকে সম্প্রতি পাথরঘাটার নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাইম হাওলাদার। তিনি আজকের পত্রিকাকে জানান, গলায় ঘণ্টা দেওয়া একটি বিড়ালকে তাঁদের অপেক্ষাগারে ঘুরতে দেখেছেন।
খবর পেয়ে প্রতিদিন কয়েকবার সেখানে এসে বিড়ালটিকে খুঁজছেন তানিয়া। তাঁর বাবা মঞ্জুরুল ইসলাম জানান, তানিয়া ছয় মাস ধরে বিড়ালটিকে পুষছিলেন। বিড়ালটি হারিয়ে তিনি কয়েক দিন খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন। প্রাণীটি হারানোর এক মাস হলেও এখনো ফিরে পাওয়ার আশায় রয়েছেন তানিয়া।
বরিশালে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠনে কাউন্সিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থীকে সদস্যপদ দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ পর্যায়ে।
২৭ মিনিট আগেসিরাজগঞ্জের সদর উপজেলার ছাতিয়ানতলীতে গড়ে উঠছে অন্যতম বৃহৎ বিসিক শিল্পপার্ক। উত্তরবঙ্গকে দেশের অন্যতম শিল্পাঞ্চলে রূপ দেওয়ার স্বপ্ন ছিল এ প্রকল্প ঘিরে। তবে ৭১৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ না করেই উদ্যোক্তাদের কাছে প্লট হস্তান্তর করায় ক্ষোভে ফুঁসছেন শিল্পোদ্যোক্তারা।
৩০ মিনিট আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো (পণ্য) কমপ্লেক্সে বিভিন্ন আমদানি পণ্যের পাশাপাশি মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দ্রব্যও মজুত ছিল। স্তূপাকারে ছিল দীর্ঘ দিন ধরে বাজেয়াপ্ত পুরোনো ও নষ্ট মালামাল। ঢাকা কাস্টমস সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩৪ মিনিট আগেরাজধানীর মিরপুরের শিয়ালবাড়ী এলাকায় একটি কারখানার ফটকে দায়িত্ব পালন করেন পঞ্চাশোর্ধ্ব ফোরকান মোল্লা। ছয় দিন আগে পাশের রাস্তায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পরদিন তাঁর চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বমিভাব দেখা দেয়। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন।
১ ঘণ্টা আগে