বাগেরহাট প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতারা শনিবার (১২ জুলাই) বাগেরহাটে আসছেন। দলটির জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এই সফরে অংশ নিচ্ছেন।
এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ২টায় বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় একটি পথসভায় যোগ দেবেন এনসিপির নেতারা। বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত, ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং শহরের রেল রোড চত্বরে আরেকটি পথসভায় অংশ নেবেন তাঁরা।
দিনব্যাপী কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা রোববার (১৩ জুলাই) পিরোজপুরের উদ্দেশে রওনা হবেন।
দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতুসহ প্রায় ৪০ জন কেন্দ্রীয় নেতা এই সফরে অংশ নিচ্ছেন।
এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ এনসিপির বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারাও এই পদযাত্রায় যুক্ত থাকবেন।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে বাগেরহাট জেলা কমিটি সব প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন দলটির প্রচার সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। তিনি বলেন, ‘নেতাদের পদযাত্রা ঘিরে শহর-গ্রামে চলছে মাইকিং, প্রচারণা ও গণসংযোগ। তরুণ নেতৃত্বের উপস্থিতিতে ফয়লা ও শহর এলাকায় বড় ধরনের গণজমায়েত হবে বলে আশা করছি।’
তিনি আরও জানান, এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক বাস্তবতা, সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা আরও জোরদার করার লক্ষ্য রয়েছে। শান্তিপূর্ণ ও সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতারা শনিবার (১২ জুলাই) বাগেরহাটে আসছেন। দলটির জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এই সফরে অংশ নিচ্ছেন।
এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ২টায় বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লায় একটি পথসভায় যোগ দেবেন এনসিপির নেতারা। বিকেলে বাগেরহাট শহরের খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত, ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং শহরের রেল রোড চত্বরে আরেকটি পথসভায় অংশ নেবেন তাঁরা।
দিনব্যাপী কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা রোববার (১৩ জুলাই) পিরোজপুরের উদ্দেশে রওনা হবেন।
দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতুসহ প্রায় ৪০ জন কেন্দ্রীয় নেতা এই সফরে অংশ নিচ্ছেন।
এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিনসহ এনসিপির বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারাও এই পদযাত্রায় যুক্ত থাকবেন।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে বাগেরহাট জেলা কমিটি সব প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন দলটির প্রচার সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। তিনি বলেন, ‘নেতাদের পদযাত্রা ঘিরে শহর-গ্রামে চলছে মাইকিং, প্রচারণা ও গণসংযোগ। তরুণ নেতৃত্বের উপস্থিতিতে ফয়লা ও শহর এলাকায় বড় ধরনের গণজমায়েত হবে বলে আশা করছি।’
তিনি আরও জানান, এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক বাস্তবতা, সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা আরও জোরদার করার লক্ষ্য রয়েছে। শান্তিপূর্ণ ও সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নদীবেষ্টিত চাঁদপুর শহরে সাঁতার শেখার জন্য একমাত্র সুইমিংপুলটি সংস্কারের কথা বলে সাত বছর ধরে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে সাঁতার প্রশিক্ষণ থেকে বঞ্চিত শত শত শিশু-কিশোর। ফলে সাঁতার না জানাসহ নানা কারণে চলতি বছরের ৮ মাসে জেলায় পানিতে ডুবে ১৪৫ শিশু প্রাণ হারায়।
৪৩ মিনিট আগেখসে পড়ছে ছাদের পলেস্তারা, বৃষ্টি হলেই ক্লিনিকের চিকিৎসকের কক্ষ ও ল্যাবসহ বিভিন্ন ঘরে ঢোকে পানি। ক্লিনিকের প্রায় সব ঘরের মধ্যে দেখা দিয়েছে ফাটল। বালু-সিমেন্টের আস্তরণ খুলে ঘরগুলোর ছাদ ও দেয়ালের রড বের হয়ে রয়েছে। এমনকি ছাদে ঝোলানো ফ্যানও খসে পড়েছে। এমন অবস্থার মধ্যেই চলছে চাঁপাইনবাবগঞ্জ...
১ ঘণ্টা আগে‘দুই সপ্তাহ ধইরা পোলাডা ইলিশ মাছ খাওনের লাইগা বায়না ধরছে। কিন্তু ইলিশ কিনার সাহস করতে পারি নাই। আজকা সাহস কইরা আইসিলাম ছোট একটা মাছ কিনতে। কিন্তু তাও পারলাম না। ছোট ছোট ইলিশ মাছের দাম চায় ১ হাজার ২০০ টেয়া। কেমনে কিনমু। এক কেজি ইলিশ কিনলে আমার দুই সপ্তাহের বাজার খরচ শেষ...
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের পাঁচটি হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। মামলার বাদীকে খুঁজে না পাওয়া, একাধিক থানায় একই ঘটনার মামলা দায়ের এবং ঘটনাস্থল থানার বাইরে হওয়ায় এই প্রতিবেদন দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
২ ঘণ্টা আগে