Ajker Patrika

লালমনিরহাটে নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি

লালমনিরহাট প্রতিনিধি 
লালমনিরহাটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা
লালমনিরহাটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার দুপুরে সচেতন নাগরিকের ব্যানারে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন হয়।

জানা গেছে, বিভিন্ন গণমাধ্যমে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইয়াসিন আরাফাতের ঘুষ নেওযার ভিডিও প্রকাশিত হয়। সেই অপরাধে অভিযুক্ত নাজির ইয়াসিন আরাফাতকে সাময়িক বরখাস্ত করে আদালত কর্তৃপক্ষ। এরপর নিজের অপরাধকে আড়াল করতে কতিপয় অসাধু ব্যক্তির যোগসাজশে সাংবাদিকদের চাঁদাবাজ আখ্যা দিয়ে মাইকিং করে প্রকৃত সাংবাদিকদের জঘন্যভাবে অপমান করার অপচেষ্টা চালান। এতে ফুঁসে ওঠেন লালমনিরহাটের সাধারণ মানুষ। ওই অভিযুক্ত নাজিরের স্থায়ী বরখাস্তসহ আইনের আওতায় আনার জন্য লালমনিরহাটের সাধারণ মানুষ সচেতন নাগরিকদের ব্যানারে মানববন্ধন করে প্রতিবাদ জানায়।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলা কমিটির সদস্যসচিব হামিদুর রহমান বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্ত করা না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে লংমার্চ টু জজকোর্ট কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব কামরুজ্জামান সুমন, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাসেলসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত